মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১০১
সলাত অধ্যায়
ইমাম কর্তৃক মুক্তাদীর প্রতি লক্ষ্য রাখা
১০১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী কারীম ﷺ এর চাইতে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ সালাত আর কোঁন ইমামের পেছনে কখনো আদায় করি নি। আর তা এজন্য যে, তিনি শিশুর কান্না শুনতে পেতেন এবং তার মায়ের অস্থির হয়ে পড়ার (ও তার সালাত নষ্ট হওয়ার) আশংকায় সংক্ষেপ করতেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَنَسِ « مَا صَلَّيْتُ وَرَاءَ إِمَامٍ قَطُّ أَخَفَّ صَلاَةً ، وَلاَ أَتَمَّ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ كَانَ لَيَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ ، فَيُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَنَ أُمُّهُ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
একজন ইমামের বিশুদ্ধ মাপকাঠি ও পথ নির্দেশিকামূলক নীতি এই হওয়া উচিত যে, তার সালাত হবে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ। অর্থাৎ তিনি যাবতীয় রুকন-শর্ত এবং সুন্নাত মুতাবিক সালাত আদায় করবেন। এ বিষয়ে সবিস্তার বিবরণ ইনশাআল্লাহ যথাস্থানে বর্ণনা করা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)