মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ৬৬
পবিত্রতা অধ্যায়
ঈদের দিন গোসল
৬৬. হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন গোসল করতেন। (ইবনে মাজাহ)
کتاب الطہارت
عَنِ عَبْدِاللهِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الْأَضْحَى » (رواه ابن ماجه)
হাদীসের তাখরীজ (সূত্র):
ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন গোসল করা সাধ্যানুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করার প্রচলন সম্ভবত ইসলামের প্রাথমিক যুগ থেকেই চলে আসছে। এ বিষয়ে রাসূলুল্লাহ ﷺ নিজ উম্মাতকে বাণী প্রদান করে এবং কার্যে পরিণত করে যে অনুপ্রেরণ দিয়েছেন তাতে কোন সন্দেহ নেই। তবে এ পর্যায়ে যে সকল হাদীস পাওয়া যায় সে সব সম্পর্কে হাদীস দুর্বল সনদ যুক্ত বলে বিশেষজ্ঞ আলিমগণ অভিমত দিয়েছেন। এখানে ইবনে মাজাহ শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) সূত্রে যে হাদীস বর্ণিত হয়েছে তার সনদ সূত্রও দুর্বল। এটা একটা সুষ্ঠু দৃষ্টান্ত যে, কিছু সংখ্যক রিওয়ায়াতে পারিভাষিক দুর্বলতা থাকলেও তার বিষয়বস্তু যথার্থ ও প্রতিষ্ঠিত সত্য। কোন হাদীসের সনদ সূত্র যদি হাদীস বিশারদগণের নিকট দুর্বলও হয়, আর বিষয়বস্তু বিশ্লেষণে সঠিক বলে প্রমাণিত হয়, তবে তা বিশুদ্ধ হাদীসের মত স্বীকৃতি পাবে এবং দলীল প্রমাণরূপে গৃহীত হবে।