মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ৬৫
পবিত্রতা অধ্যায়
মৃতের গোসলদাতার গোসল
৬৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি মৃতকে গোসল করায় সে যেন গোসল করে নেয়। ইবনে মাজাহ্, আহমাদ, তিরমিযী ও আবু দাউদে বর্ণিত হাদীসে অতিরিক্ত রয়েছে যে ব্যক্তি মৃতের লাশ বহন করে সে যেন উযূ করে নেয়।
کتاب الطہارت
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ غَسَّلَ مَيِّتًا ، فَلْيَغْتَسِلْ ". (رواه ابن ماجه وزاد احمد والترمذى وابوداؤد وَمَنْ حَمَلَهُ ، فَلْيَتَوَضَّأْ)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে যে বিধান রয়েছে তা প্রাজ্ঞ আলিমদের মতে মুস্তাহাব। এজন্যই তাঁদের মতে মৃতকে গোসল দানকারীর উচিৎ মৃতকে গোসল দানের পর গোসল করে নেয়া। কারণ মৃতকে গোসল দানের সময় তার শরীরে ছিটেফোটা লেগে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। অন্য একটি হাদীস ইমাম বায়হাকী (র) হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। উক্ত হাদীসে মৃতকে গোসল দানের পর গোসলদাতার গোসল ওয়াজিব নয় বলে উল্লেখ রয়েছে। এজন্য আলিমগণ মৃতকে গোসল দানের পর গোসল করাকে মুস্তাহাব বলেছেন। এ নির্দেশ এ কারণেই হয়ে থাকবে যে, মৃতের লাশ বহনকারীর জন্য জানাযার সালাত আদায়ের ব্যাপারে পূর্বাহ্নেই প্রস্তুতি গ্রহণ করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)