মা'আরিফুল হাদীস
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
হাদীস নং: ৬৬
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
ঈদের দিন গোসল
৬৬. হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন গোসল করতেন। (ইবনে মাজাহ)
کتاب الطہارت
عَنِ عَبْدِاللهِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الْأَضْحَى » (رواه ابن ماجه)