মা'আরিফুল হাদীস

তাহারাত (পবিত্রতা) অধ্যায়

হাদীস নং: ৪৬
তাহারাত (পবিত্রতা) অধ্যায়
উযূর সুন্নাত ও আদবসমূহ
৪৬. লাকীত ইবনে সাবিরাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমাকে উযূ সম্পর্কে অবহিত করুন (যেগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে)। তিনি বললেনঃ (প্রথমতঃ গোটা) উযূ উত্তমরূপে করবে। (দ্বিতীয়ত) আঙ্গুলসমূহের মধ্যে খিলাল করবে এবং (তৃতীয়ত) সিয়াম পালনকারী না হলে নাকের মধ্যে ভালভাবে পানি পৌঁছিয়ে তা পরিষ্কার করবে। (আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী)
کتاب الطہارت
عَنْ لَقِيطِ بْنِ صَبْرَةَ قُلْتُ يَا رَسُولَ اللهِ ، أَخْبِرْنِي عَنِ الوُضُوءِ؟ قَالَ : أَسْبِغِ الوُضُوءَ ، وَخَلِّلْ بَيْنَ الأَصَابِعِ ، وَبَالِغْ فِي الاِسْتِنْشَاقِ ، إِلاَّ أَنْ تَكُونَ صَائِمًا. (رواه ابوداؤد والترمذى والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

উল্লেখিত হাদীসে উযূর বিবরণ দানের সাথে সাথে যে যে আমলের বিষয় বর্ণিত হয়েছে, উদাহরণ স্বরূপ দাড়ি এবং হাত পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা, কানের ভিতর ও বাইরের অংশ ভালভাবে মাসেহ করা এবং ভিতরে আঙ্গুল ঢুকানো, হাতে পরিহিত আংটি নাড়াচাড়া করা, এসবই উযূ পূর্ণাঙ্গ হওয়ার আদব। এসব বিষয়ে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ যত্নবান ছিলেন এবং তাঁর বাণী ও কাজের মাধ্যমে অন্যদেরকে শিক্ষাও দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান