মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ৪৭
পবিত্রতা অধ্যায়
উযূর সুন্নাত ও আদবসমূহ
৪৭. হযরত মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উযূ করার সময় আমি রাসূলুল্লাহ ﷺ কে তাঁর হাতের ছোট আঙ্গুল দ্বারা দু'পায়ের আঙ্গুলসমূহের মধ্যেকার স্থান ঘষতে দেখেছি। (তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ)
کتاب الطہارت
عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَوَضَّأَ دَلَكَ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصَرِهِ. (رواه الترمذى وابوداؤد وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
উল্লেখিত হাদীসে উযূর বিবরণ দানের সাথে সাথে যে যে আমলের বিষয় বর্ণিত হয়েছে, উদাহরণ স্বরূপ দাড়ি এবং হাত পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা, কানের ভিতর ও বাইরের অংশ ভালভাবে মাসেহ করা এবং ভিতরে আঙ্গুল ঢুকানো, হাতে পরিহিত আংটি নাড়াচাড়া করা, এসবই উযূ পূর্ণাঙ্গ হওয়ার আদব। এসব বিষয়ে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ যত্নবান ছিলেন এবং তাঁর বাণী ও কাজের মাধ্যমে অন্যদেরকে শিক্ষাও দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)