মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ৪৮
পবিত্রতা অধ্যায়
উযূর সুন্নাত ও আদবসমূহ
৪৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন উযূ করতেন তখন এক আঁজলা পানি নিতেন। তারপর তা চিবুকের নিচ দিয়ে দাড়ির ভিতরের অংশে পৌঁছাতেন এবং তা দ্বারা দাড়ি খিলাল (আঙ্গুল ভিতরে ঢুকিয়ে বের) করতেন। এরপর তিনি বলতেন: আমার প্রতিপালক আমাকে এরূপ করতে নির্দেশ দিয়েছেন। (আবূ দাউদ)
کتاب الطہارت
عَنْ أَنَسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا تَوَضَّأَ ، أَخَذَ كَفًّا مِنْ مَاءٍ فَأَدْخَلَهُ تَحْتَ حَنَكِهِ فَخَلَّلَ بِهِ لِحْيَتَهُ » ، وَقَالَ : هَكَذَا أَمَرَنِي رَبِّي. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
উল্লেখিত হাদীসে উযূর বিবরণ দানের সাথে সাথে যে যে আমলের বিষয় বর্ণিত হয়েছে, উদাহরণ স্বরূপ দাড়ি এবং হাত পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা, কানের ভিতর ও বাইরের অংশ ভালভাবে মাসেহ করা এবং ভিতরে আঙ্গুল ঢুকানো, হাতে পরিহিত আংটি নাড়াচাড়া করা, এসবই উযূ পূর্ণাঙ্গ হওয়ার আদব। এসব বিষয়ে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ যত্নবান ছিলেন এবং তাঁর বাণী ও কাজের মাধ্যমে অন্যদেরকে শিক্ষাও দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)