মা'আরিফুল হাদীস

পবিত্রতা অধ্যায়

হাদীস নং: ৪৫
পবিত্রতা অধ্যায়
উযূর সুন্নাত ও আদবসমূহ
৪৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমারা যখন পোশাক-পরিচ্ছদ পরিধান করবে এবং উযূ করবে তখন ডান দিক থেকে শুরু করবে। (আহমাদ ও আবু দাউদ)
کتاب الطہارت
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِمَيَامِنِكُمْ » (رواه احمد وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের মর্ম হচ্ছে যে, যখন কোন পোশাক, জুতা, মোজা, কিংবা অনুরূপভাবে যখন উযূ করা হয় তখন ও প্রতিটি অঙ্গ ডান দিক থেকে শুরু করা উচিৎ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান