মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ৪৪
পবিত্রতা অধ্যায়
উযূর সুন্নাত ও আদবসমূহ
৪৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: হে আবু হুরায়রা! উযূকালে তুমি 'বিসমিল্লাহ ও আল্-হামদু লিল্লাহ্' পাঠ করবে। এরূপ উযূ যতক্ষণ থাকবে ততক্ষণ আমল লেখক ফিরিশতা তোমার আমলনামায় সাওয়াব লিখতে থাকবে। (তারারানীর মু'জামুস সাগীর)
کتاب الطہارت
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا أَبَا هُرَيْرَةَ , إِذَا تَوَضَّأْتَ فَقُلْ : بِسْمِ اللَّهِ , وَالْحَمْدُ لِلَّهِ؛ فَإِنَّ حَفَظَتَكَ لَا تَبْرَحُ تَكْتُبُ لَكَ الْحَسَنَاتِ حَتَّى تُحْدِثَ مِنْ ذَلِكَ الْوُضُوءِ ". (رواه الطبرانى فى الصغير)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা বুঝা যায় যে, কোন ব্যক্তি যদি উযূকালে বিসমিল্লাহ ও আল্-হামদুলিল্লাহ্ পাঠ করে এবং ঐ উযূ যতক্ষণ থাকবে ততক্ষণ তার আমলনামায় অব্যাহতভাবেই আমল লেখক ফিরিশতা সাওয়াব লিখতে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)