মা'আরিফুল হাদীস

পবিত্রতা অধ্যায়

হাদীস নং: ৪৩
পবিত্রতা অধ্যায়
উযূর সুন্নাত ও আদবসমূহ
৪৩. হযরত আবূ হুরায়রা, ইবনে মাসউদ ও ইবনে উমার (রা) সূত্রে নবী ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি উযূ করার সময় 'বিসমিল্লাহ' পাঠ করল সে তার সর্বাঙ্গ পবিত্র করে নিল। পক্ষান্তরে যে ব্যক্তি উযূ করল অথচ বিসমিল্লাহ পাঠ করল না সে কেবল তার উযূর অঙ্গ সমূহ-ই পবিত্র করে নিল। (দারু কুতনী)
کتاب الطہارت
عَنْ أَبِي هُرَيْرَةَ وَابْنِ مَسْعُوْدٍ وَابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ تَوَضَّأَ وَذَكَرَ اسْمَ اللهِ فَاِنَّهُ يُطَهِّرُ جَسَدَهُ كُلَّهُ وَمَنْ تَوَضَّأَ وَلَمْ يُذْكَرِ اسْمُ اللهِ لَمْ يُطَهِّرْ إِلَّا مَوْضِعَ الْوُضُوْءِ". (رواه الدار القطنى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে বুঝা যায় যে, যে উযূতে 'বিসমিল্লাহ' কিংবা অনুরূপ কোন বাক্য পাঠ করা হয় তার প্রভাবে সর্বাঙ্গ পূতপবিত্র ও জ্যোতির্ময় হয়ে উঠে। পক্ষান্তরে যে উযূ আল্লাহর নাম কিংবা অনুরূপ কোন বাক্য উচ্চারণ হীনভাবেই সম্পন্ন হয় তাতে কেবল উযূর অঙ্গ সমূহ-ই পবিত্র হয়। মোটাকথা এরূপ উযূ এক প্রকার অসম্পূর্ণ উযূ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান