মা'আরিফুল হাদীস

পবিত্রতা অধ্যায়

হাদীস নং: ৩৯
পবিত্রতা অধ্যায়
উযূর নিয়ম
৩৯. হযরত আবদুল্লাহ ইবনে যায়িদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ একবার উযূর সময় প্রতিটি অঙ্গ দু'বার করে ধৌত করেছেন। (বুখারী)
کتاب الطہارت
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ » (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে দু'বার দু'বার ধৌত করার যে বিবরণ রয়েছে। অন্য হাদীসে উযূর অঙ্গসমূহে কেবল একবার একবার ধৌত করার কথা উল্লেখ আছে। তা মূলতঃ এটা দেখানোর উদ্দেশ্যে যে এতেও উযূ সম্পন্ন হয়ে যায়। অন্যথায় তিনি সাধারণতঃ উযূতে হাত মুখ এবং পা তিনবার করে ধৌত করতেন এবং অন্যকেও তা শিখিয়ে দিতেন। আর এ পদ্ধতিই সর্বোত্তম মাসনূন পদ্ধতি। নিম্নবর্ণিত দু'টি হাদীস থেকে বিষয়টি আরো স্পষ্ট হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান