মা'আরিফুল হাদীস

পবিত্রতা অধ্যায়

হাদীস নং: ৪০
পবিত্রতা অধ্যায়
উযূর নিয়ম
৪০. আমর ইবনে শু'আয়ব (র) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদা সূত্রে বর্ণিত, তিনি (আমাদের দাদা) বলেছেন: এক বেদুঈন ব্যক্তি নবী কারীম ﷺ -এর নিকট উযূ সম্পর্কে জানতে চাইল। তিনি তাকে তিনবার করে (প্রত্যেক অঙ্গ ধুয়ে) দেখালেন। তারপর বললেন: এভাবেই উযূ করতে হয়। কাজেই যে ব্যক্তি এর অতিরিক্ত করবে সে মন্দকাজ করল, সীমালংঘন করল এবং যুলুম করল। (নাসায়ী ও ইবনে মাজাহ)
کتاب الطہارت
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْئَلُ عَنِ الْوُضُوءِ ، فَأَرَاهُ ثَلَاثًا ثَلَاثًا ، ثُمَّ قَالَ : « هَذَا الْوُضُوءُ ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ ، أَوْ تَعَدَّى ، أَوْ ظَلَمَ » (رواه النسائى وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ ﷺ উযূর অঙ্গসমূহ তিনবারের অধিক ধোয়া সম্পর্কে যে কঠোর বাণী উচ্চারণ করেছেন তার মূলকথা হল এই যে, উযূর অঙ্গসমূহ তিনবার করে ধৌত করাতেই উযূ পূরোপুরি আদায় হয়ে যায়। সুতরাং কেউ যদি নিজের পক্ষ থেকে বাড়ায় সে যেন পক্ষান্তরে স্বেচ্ছায় শরী'আতে তার ইচ্ছা প্রবিষ্ট করালো। এহেন কাজ নিঃসন্দেহে অনুচিত ও বাড়াবাড়ি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান