মা'আরিফুল হাদীস
পবিত্রতা অধ্যায়
হাদীস নং: ৩৮
পবিত্রতা অধ্যায়
উযূর নিয়ম
৩৮. হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একদিন উযূর প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করেছেন অধিকবার ধৌত করেন নি। (বুখারী)
کتاب الطہارت
عَنِ عَبْدِاللهِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : « تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَرَّةً مَرَّةً لم يزد على هذا » (رواه البخارى)