মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২৪৭
আখলাক অধ্যায়
আল্লাহর ইচ্ছা পূরণে কেউ বাধা দিতে পারে না
২৪৭. হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ ﷺ-এর পেছনে ছিলাম। তিনি বললেন: হে যুবক! আল্লাহকে স্মরণ কর, তিনি তোমাকে স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ কর, তাঁকে তোমার সামনে পাবে। যখন তুমি সওয়াল কর তা তুমি আল্লাহর কাছে কর। যখন তুমি কোন সাহায্য চাও তা আল্লাহর কাছে চাও এবং জেনে রেখ, যদি তোমাকে কোন কল্যাণ দান করার জন্য তামাম মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করে, তা হলেও আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছেন তাছাড়া তারা তোমাকে কিছুই দিতে পারবে না। যদি তারা সম্মিলিতভাবে তোমার অমঙ্গল করতে চায়, তা হলেও আল্লাহ যা লিখেছেন তাছাড়া তারা কোন ক্ষতি করতে পারবে না। কলম উঠিয়ে নেয়া হয়েছে এবং ভাগ্যলিপির কালি শুকিয়ে গেছে। (মুসনাদে আহমদ ও তিরমিযী)
کتاب الاخلاق
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : كُنْتُ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا ، فَقَالَ : يَا غُلاَمُ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ ، وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ ، وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ ، رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتْ الصُّحُفُ . (رواه احمد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
নির্বুদ্ধিতার কারণে বা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা না থাকার জন্য মানুষ অপর মানুষের কাছে সওয়াল করে। আল্লাহর মুখাপেক্ষী না হয়ে বান্দার মুখাপেক্ষী হয়। কল্যাণ-অকল্যাণ বা প্রয়োজন পূরণের ব্যাপারে বুনিয়াদী এবং গুরুত্বপূর্ণ বিষয় হল, আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা দুনিয়ার মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করেও পরিবর্তন করতে পারবে না। তাই বিপদ থেকে পরিত্রাণ লাভ করা বা প্রয়োজন পূরণ করার জন্য মানুষের সাহায্যের পরিবর্তে আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। তিনি মানুষকে কল্যাণ-অকল্যাণ দান করেন, তিনি ভাগ্যলিপি নিয়ন্ত্রণ করেন, তিনি ইচ্ছা করলে ভাগ্যলিপি পরিবর্তন করে মৃত্যু-পথযাত্রীকে জীবন দান করতে পারেন বা লোকসানকে লাভে রূপান্তরিত করতে পারেন। যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণভাবে আস্থা স্থাপন করে, তাঁকে একমাত্র মদদগার ও সাহায্যকারী জ্ঞান করে, সুখে-দুঃখে তাঁর মুখাপেক্ষী হয় এবং তাঁর হুকুম-আহকাম পালন করে, আল্লাহ তাকে মদদ করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)