মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২৪৬
আখলাক অধ্যায়
তাওয়াক্কুলকারীর জন্য আল্লাহ যথেষ্ট
২৪৬. হযরত আমর ইবন আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: প্রত্যেক উপত্যকার শাখা আদম সন্তানের অন্তরে রয়েছে। যে প্রত্যেক শাখা অনুসরণ করে, সে কোন উপত্যকায় ধ্বংস হয়, তার চিন্তা আল্লাহ করেন না। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার পথের জন্য যথেষ্ট। (ইবনে মাজাহ)
کتاب الاخلاق
عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِنَّ لِقَلْبِ ابْنِ آدَمَ بِكُلِّ وَادٍ شُعْبَةً ، فَمَنِ اتَّبَعَ قَلْبُهُ الشُّعَبَ كُلَّهَا ، لَمْ يُبَالِ اللَّهُ بِأَيِّ وَادٍ أَهْلَكَهُ ، وَمَنْ تَوَكَّلَ عَلَى اللَّهِ كَفَاهُ الشَّعَبَ » (رواه ابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার যিন্দেগীতে প্রলোভন ও আকর্ষণের অন্ত নেই। চির-দুশমন শয়তান মানুষকে বিপথগামী করার জন্য রং-বেরঙের চিন্তাধারা তার কাছে পেশ করে। যে বান্দা নিজের নফসকে সংযত করে না বা নফসের খাহেশের পেছনে ধাওয়া করে কিংবা সকল মত ও পথ অনুসরণ করতে চায়, সে বিড়ম্বনাময় যিন্দেগী যাপন করে। সে কখনো সুখ ও শান্তি লাভ করতে পারে না। সে বিভিন্ন সত্তা ও শক্তির পরস্পর বিরোধী দাবি পূরণ করার চেষ্টা করে ব্যর্থ ও বিফল হয়। যে চিন্তার প্রত্যেক উপত্যকায় কামনা ও কল্পনার ঘোড়া দৌড়ায়, যে নিজে শয়তানের অনুসরণ করে, যে মন্দ আমল ও মন্দ চিন্তার দ্বারা নিজেকে বরবাদ করে, আল্লাহ তাকে সৎপথে নিয়ে আসেন না এবং এ ধরনের গাফিল অবিবেচক বান্দা যে কোন বাতিল পথে ধ্বংস হলে আল্লাহ তাকে উদ্ধার করেন না।

যে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর আইন অমান্য করেন না, আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাঁর যাবতীয় প্রয়োজন পূরণ করেন, আল্লাহ তাকে সৎ যিন্দেগী যাপন করার তওফীক দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে হিফাযত করেন। যিনি পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তিনি দুনিয়া আখিরাতে নিজেকে তামাম অমঙ্গল থেকে রক্ষা করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান