মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২৪৫
আখলাক অধ্যায়
তাওয়াক্কুল: তাওয়াক্কুলের হক পূরণের ফল
২৪৫. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি যেভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে, যদি তোমরা সেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদেরকে সেরূপ রিযক দিতেন, যেরূপ পাখিকে দেন। তারা সকালবেলা খালিপেটে বের হয় এবং সন্ধ্যাবেলা ভরপেটে ফিরে আসে। (তিরমিযী ও ইবনে মাজাহ)
کتاب الاخلاق
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : « لَوْ أَنَّكُمْ تَتَوَكَّلُوْنَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ ، لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ ، تَغْدُو خِمَاصًا ، وَتَرُوحُ بِطَانًا » (رواه الترمذى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
রিযক এবং তা হাসিল করার তামাম উৎস আল্লাহর ইখতিয়ারের মধ্যে রয়েছে। তিনি তামাম মাখলুককে তাঁর ইচ্ছা অনুযায়ী রিযক দান করেন। রিযকের ব্যাপারে অন্য কোন সত্তার সামান্যতম শক্তি বা ইখতিয়ার নেই। রিযকের তারতম্যের কারণও তিনি অবগত আছেন। দুনিয়ার মানুষের প্রয়োজনীয় রিযক তিনি দুনিয়ার বুকে রেখে দিয়েছেন। কিন্তু মানুষের তৈরি ত্রুটিপূর্ণ বিলি-বণ্টন ব্যবস্থার কারণে কিছু সংখ্যক লোক প্রয়োজনের চেয়ে বেশি ধন-দৌলত লাভ করে এবং বহুসংখ্যক প্রয়োজনের চেয়ে কম লাভ করে। আল্লাহ মানুষকে সহজে রিযক দান করতেন যদি মানুষ তাঁর উপর পরিপূর্ণভাবে ভরসা করত। যেরূপ পাখি সামান্য প্রচেষ্টার মাধ্যমে রিযক লাভ করে, সেরূপ মানুষও সামান্য পরিশ্রমের মাধ্যমে রিযক লাভ করতে পারত। পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করার অর্থ হল আল্লাহকে একমাত্র রিযকদাতা হিসেবে স্বীকার করা এবং মাখলুকের মধ্যে যারা নিজেকে রিযকদাতা মনে করে বা রিযকদাতার মর্যাদায় নিজেদেরকে অধিষ্ঠিত করতে চায়, তাদের সংশ্রব ত্যাগ করা, তাদেরকে অস্বীকার করা, ঘৃণা করা এবং কোন পীর, পূরোহিত বুযর্গ, দেব-দেবী, আমীর-উমরাহকে রিযকদাতা মনে না করা। তাওয়াক্কুল করার অর্থ হল, মনে-প্রাণে এ কথা বিশ্বাস করা যে, যদি আল্লাহ কোন বান্দাকে রিযক দান করেন, তাহলে সারা দুনিয়ার মানুষ তাকে সে রিযক থেকে বঞ্চিত করতে পারবে না। যদি আল্লাহ্ কোন ব্যক্তিকে বঞ্চিত করেন, তাহলে সারা দুনিয়ার মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করেও তাকে সামান্য রিযক দিতে পারবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)