মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২৪৩
আখলাক অধ্যায়
আল্লাহর হিলম ও ইলম থেকে কিঞ্চিত দান
২৪৩. হযরত উম্মে দারদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ দারদা (রা)-কে বলতে শুনেছি, তিনি নবী ﷺ-কে বলতে শুনেছেন: আল্লাহ তাবারাক ওয়া তা'আলা ঈসা (আ)-কে বলেছেন: হে ঈসা! আমি তোমার পর এমন এক উম্মত প্রেরণ করব যারা তেমন হিলম ও আকলের অধিকারী হবে না। অথচ যখন তারা তাদের পসন্দনীয় জিনিস লাভ করবে, তখন আল্লাহর শোকর আদায় করবে এবং যখন অপসন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত বিপদ তাদের উপর পতিত হবে, তখন তারা সবর করবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। ঈসা (আ) বললেনঃ হে রব্ব! তাদের হিলম ও আকল থাকবে না, তাহলে তারা কি করে এরূপ হবে? আল্লাহ বললেনঃ আমি তাদেরকে আমার হিলম (নম্রতা ও সবর) এবং ইলম (বিদ্যা-বুদ্ধি, প্রজ্ঞা) থেকে কিঞ্চিত দান করব। (বায়হাকী: শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ أُمِّ الدَّرْدَاءِ ، قَالَتْ : سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ ، يَقُولُ : سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى ، قَالَ : يَا عِيسَى ابْنَ مَرْيَمَ إِنِّي بَاعِثٌ بَعْدَكَ أُمَّةً إِنْ أَصَابَهُمْ مَا يُحِبُّونَ حَمِدُوا وَشَكَرُوا ، وَإِنْ أَصَابَهُمْ مَا يَكْرَهُونَ احْتَسَبُوا وَصَبَرُوا ، وَلَا حِلْمَ وَلَا عَقْلَ . ، فَقَالَ : يَا رَبِّ كَيْفَ يَكُونُ هَذَا لَهُمْ وَلَا حُلْمٍ وَلَا عَقْلَ؟ ، قَالَ : أُعْطِيهِمْ مِنْ حِلْمِي وَعِلْمِي " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

হিলম এবং ইলম আল্লাহর দু'টো সিফাত। তিনি হালিম এবং আলিম। তিনি আখেরী নবীর উম্মতকে তাঁর এ দু'টো গুণ থেকে কিঞ্চিত হিসসা দান করেছেন। নিজেদের বিদ্যা-বুদ্ধি ও বিবেচনা শক্তির স্বল্পতা সত্ত্বেও এ দু'টো আল্লাহ প্রদত্ত গুণের দ্বারা মুসলিম উম্মত দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারে। যেরূপ 'হায়া' মুসলমানের বিশেষ গুণ, সেরূপ হিলম এবং ইলমও বিশেষ গুণ। যখন হায়ার সাথে হিলম ও ইলমের সংযোগ সাধিত হয়, তখন বান্দা এক অজেয় রূহানী শক্তি লাভ করে যার দ্বারা সে দুনিয়ার তামাম বালা-মুসীবত এবং বাতিল শক্তির হামলা মোকাবিলা করতে সক্ষম। বলা বাহুল্য, সাহাবায়ে কিরাম ও সলফে সালেহীন হায়া, হিলম এবং আসমানী ইলমের অপরাজেয় অস্ত্রের দ্বারা দুনিয়া জয় করেছেন, দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য আল্লাহ আখিরাতেও তাঁদেরকে বিরাট ইনাম ও সাফল্য দান করবেন।

হে আল্লাহ! হায়া, হিলম এবং ইলমের দ্বারা মুসলিম উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আখলাক সুন্দর করার তওফিক দিন। আমীন, সুম্মা আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান