মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২৪৩
আখলাক অধ্যায়
আল্লাহর হিলম ও ইলম থেকে কিঞ্চিত দান
২৪৩. হযরত উম্মে দারদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ দারদা (রা)-কে বলতে শুনেছি, তিনি নবী ﷺ-কে বলতে শুনেছেন: আল্লাহ তাবারাক ওয়া তা'আলা ঈসা (আ)-কে বলেছেন: হে ঈসা! আমি তোমার পর এমন এক উম্মত প্রেরণ করব যারা তেমন হিলম ও আকলের অধিকারী হবে না। অথচ যখন তারা তাদের পসন্দনীয় জিনিস লাভ করবে, তখন আল্লাহর শোকর আদায় করবে এবং যখন অপসন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত বিপদ তাদের উপর পতিত হবে, তখন তারা সবর করবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। ঈসা (আ) বললেনঃ হে রব্ব! তাদের হিলম ও আকল থাকবে না, তাহলে তারা কি করে এরূপ হবে? আল্লাহ বললেনঃ আমি তাদেরকে আমার হিলম (নম্রতা ও সবর) এবং ইলম (বিদ্যা-বুদ্ধি, প্রজ্ঞা) থেকে কিঞ্চিত দান করব। (বায়হাকী: শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ أُمِّ الدَّرْدَاءِ ، قَالَتْ : سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ ، يَقُولُ : سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى ، قَالَ : يَا عِيسَى ابْنَ مَرْيَمَ إِنِّي بَاعِثٌ بَعْدَكَ أُمَّةً إِنْ أَصَابَهُمْ مَا يُحِبُّونَ حَمِدُوا وَشَكَرُوا ، وَإِنْ أَصَابَهُمْ مَا يَكْرَهُونَ احْتَسَبُوا وَصَبَرُوا ، وَلَا حِلْمَ وَلَا عَقْلَ . ، فَقَالَ : يَا رَبِّ كَيْفَ يَكُونُ هَذَا لَهُمْ وَلَا حُلْمٍ وَلَا عَقْلَ؟ ، قَالَ : أُعْطِيهِمْ مِنْ حِلْمِي وَعِلْمِي " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
হিলম এবং ইলম আল্লাহর দু'টো সিফাত। তিনি হালিম এবং আলিম। তিনি আখেরী নবীর উম্মতকে তাঁর এ দু'টো গুণ থেকে কিঞ্চিত হিসসা দান করেছেন। নিজেদের বিদ্যা-বুদ্ধি ও বিবেচনা শক্তির স্বল্পতা সত্ত্বেও এ দু'টো আল্লাহ প্রদত্ত গুণের দ্বারা মুসলিম উম্মত দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারে। যেরূপ 'হায়া' মুসলমানের বিশেষ গুণ, সেরূপ হিলম এবং ইলমও বিশেষ গুণ। যখন হায়ার সাথে হিলম ও ইলমের সংযোগ সাধিত হয়, তখন বান্দা এক অজেয় রূহানী শক্তি লাভ করে যার দ্বারা সে দুনিয়ার তামাম বালা-মুসীবত এবং বাতিল শক্তির হামলা মোকাবিলা করতে সক্ষম। বলা বাহুল্য, সাহাবায়ে কিরাম ও সলফে সালেহীন হায়া, হিলম এবং আসমানী ইলমের অপরাজেয় অস্ত্রের দ্বারা দুনিয়া জয় করেছেন, দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য আল্লাহ আখিরাতেও তাঁদেরকে বিরাট ইনাম ও সাফল্য দান করবেন।
হে আল্লাহ! হায়া, হিলম এবং ইলমের দ্বারা মুসলিম উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আখলাক সুন্দর করার তওফিক দিন। আমীন, সুম্মা আমীন।
হে আল্লাহ! হায়া, হিলম এবং ইলমের দ্বারা মুসলিম উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আখলাক সুন্দর করার তওফিক দিন। আমীন, সুম্মা আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)