মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২৩৪
আখলাক অধ্যায়
বান্দা যেমন চায় আল্লাহ তেমন দেন
২৩৪. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, কতিপয় আনসার রাসূলুল্লাহ ﷺ-এর কাছে সাহায্য প্রার্থনা করে। তিনি তাদেরকে দান করলেন। অতঃপর তারা তাঁর কাছে চাইল। তাঁর নিকট যা ছিল তা শেষ না হওয়া পর্যন্ত তিনি তাদেরকে দিলেন এবং বললেন: আমার কাছে কোন সম্পদ থাকলে তা তোমাদেরকে না দিয়ে কখনো সঞ্চয় করব না। কিন্তু যে নিজেকে সওয়াল করা থেকে বিরত রাখতে চায়, আল্লাহ তাকে পাক-সাফ রাখেন, যে নিজেকে অন্যের মুখাপেক্ষী করতে চায় না, আল্লাহ তাকে অন্যের মুখাপেক্ষী করেন না এবং যে সবর করতে চায়, আল্লাহ তাকে সবর দান করেন এবং কোন বান্দাকে সবরের চেয়ে অধিক প্রশস্ত কোন নিয়ামত কখনো দেয়া হয়নি। (আবূ দাউদ)
کتاب الاخلاق
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، أَنَّ نَاسًا مِنَ الْأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَاهُمْ ، ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ، حَتَّى إِذَا نَفِدَ عِنْدَهُ ، قَالَ : « مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ ، فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ، وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ ، وَمَا أُعْطِىَ أَحَدٌ مِنْ عَطَاءٍ أَوْسَعَ مِنَ الصَّبْرِ » (رواه ابو داؤد)

হাদীসের ব্যাখ্যা:

সওয়াল করার দ্বারা কখনো প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। যে প্রয়োজন পূরণ করার জন্য সওয়াল করার অপমান থেকে নিজেকে রক্ষা করতে চায়, আল্লাহ তাকে সওয়ালের অপমান থেকে রক্ষা করেন। যে অন্যের মুখাপেক্ষী হতে চায় না, আল্লাহ তাকে মদদ করেন, তার প্রয়োজন পূরণ করেন, তাকে সম্পদের সাথে সাথে কলবের প্রাচুর্যও দান করেন। যে প্রতিকূল অবস্থায় সবর করে, আল্লাহ তার অবস্থা অনুকূল করেন। বান্দার প্রয়োজন পূরণ করার যিম্মাদারী আল্লাহ তা'আলার। বান্দা আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। মানুষ মানুষের প্রয়োজন পূরণ করতে পারে না। যে ব্যক্তি বান্দার সাহায্যে নিজের প্রয়োজন পুরণ করতে চায়, সে নেহায়েত ভুল করে। তার এক প্রয়োজন পূরণ হওয়ার পূর্বে অসংখ্য প্রয়োজন মাথাচাড়া দিয়ে উঠে। বিপদে ধৈর্যধারণ করা, আল্লাহর সাহায্যের উপর ভরসা করা, প্রয়োজন পুরণের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা এবং কোন অবস্থায় অন্যের নিকট হাত সম্প্রসারিত না করার মধ্যে বান্দার
প্রকৃত কল্যাণ নিহিত। আল্লাহ আমাদেরকে সওয়াল করার অপমান থেকে রক্ষা করুন এবং আমাদেরকে কলবের প্রাচুর্য দান করুন। আমীন, সুম্মা আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান