মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২২৪
আখলাক অধ্যায়
লজ্জাশীলতা
শরম ও লজ্জা এমন একটি স্বভাবজাত ও মৌলিক সদগুণ, মানুষের চরিত্র গঠনে যার বিরাট দখল ও প্রভাব রয়েছে। এটাই ঐ গুণ ও চরিত্র যা মানুষকে অনেক মন্দ কাজ থেকে ও মন্দ কথা থেকে ফিরিয়ে রাখে। এটা মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বাঁচিয়ে রাখে এবং ভাল ও ভদ্রোচিত কাজ করতে উদ্বুদ্ধ করে। এক কথায় শরম ও লজ্জা মানুষের অনেক সৌন্দর্যের মূল এবং অশ্লীলতা ও অপকর্ম থেকে রক্ষাকারী। এ জন্যই রাসূলুল্লাহ ﷺ নিজের শিক্ষা ও দীক্ষা কার্যক্রমে এর উপর বিশেষ জোর দিয়েছেন। নিম্নে এ প্রসঙ্গের কয়েকটি হাদীস পাঠ করুন এবং নিজের মধ্যে এ গুণ সৃষ্টি ও তা আরো উন্নীত করতে সচেষ্ট হোন।
হায়া ইসলামের প্রকৃতিগত বৈশিষ্ট্য
শরম ও লজ্জা এমন একটি স্বভাবজাত ও মৌলিক সদগুণ, মানুষের চরিত্র গঠনে যার বিরাট দখল ও প্রভাব রয়েছে। এটাই ঐ গুণ ও চরিত্র যা মানুষকে অনেক মন্দ কাজ থেকে ও মন্দ কথা থেকে ফিরিয়ে রাখে। এটা মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বাঁচিয়ে রাখে এবং ভাল ও ভদ্রোচিত কাজ করতে উদ্বুদ্ধ করে। এক কথায় শরম ও লজ্জা মানুষের অনেক সৌন্দর্যের মূল এবং অশ্লীলতা ও অপকর্ম থেকে রক্ষাকারী। এ জন্যই রাসূলুল্লাহ ﷺ নিজের শিক্ষা ও দীক্ষা কার্যক্রমে এর উপর বিশেষ জোর দিয়েছেন। নিম্নে এ প্রসঙ্গের কয়েকটি হাদীস পাঠ করুন এবং নিজের মধ্যে এ গুণ সৃষ্টি ও তা আরো উন্নীত করতে সচেষ্ট হোন।
হায়া ইসলামের প্রকৃতিগত বৈশিষ্ট্য
২২৪. হযরত যায়দ ইবন তালহা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: প্রত্যেক দীনের প্রকৃতিগত বৈশিষ্ট্য রয়েছে এবং ইসলামের প্রকৃতিগত বৈশিষ্ট্য হল হায়া। (ইমাম মালিক মুরসাল হিসেবে, ইবন মাজাহ এবং বায়হাকী শুয়াবুল ঈমানে আনাস ও ইবন আব্বাস রা সূত্রে)
کتاب الاخلاق
عَنْ زَيْدِ بْنِ طَلْحَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ لِكُلِّ دِينٍ خُلُقًا ، وَخُلُقُ الْإِسْلَامِ الْحَيَاءُ " (رواه مالك مرسلا ورواه ابن ماجة والبيهقى فى شعب الايمان عن انس وابن عباس)
হাদীসের ব্যাখ্যা:
প্রত্যেক দীন তার অনুসারীদের মধ্যে কোন কোন বিশেষ গুণের বিকাশের চেষ্টা করে। ইসলাম তার অনুসারীদের মধ্যে 'হায়া' বা লজ্জা সৃষ্টি করার প্রত্যাশী। ইসলামের দৃষ্টিতে হায়া এক অমূল্য সম্পদ। আল্লাহ যাকে 'হায়া' দান করেছেন তাকে দীনের পরিপূর্ণ দৌলত দান করেছেন। যার মধ্যে হায়া রয়েছে সে নিজেকে ও তার দীনকে শয়তান ও তার অনুচরদের আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম। যখন শয়তান কোন মানুষকে বিপথগামী করতে চায়, তখন তাকে সর্বপ্রথম নির্লজ্জ করতে চেষ্টা করে। যখন শয়তান এ ব্যাপারে সফলতা অর্জন করে, তখন আল্লাহর বান্দাকে আল্লাহর অবাধ্য করার কাজে সহজে নিয়োজিত করে। লজ্জাহীন মানুষ যে কোন অন্যায়, অসঙ্গত ও অশ্লীল কাজ করতে পারে।
আল্লাহ মানুষের সর্বশ্রেষ্ঠ অভিভাবক ও মওলা। তাঁর রহমত, নিয়ামত ও অনুগ্রহ ছাড়া মানুষ এক মুহূর্তের জন্যও বাঁচতে পারে না। তাই হায়ার ব্যাপারে আল্লাহ তা'আলার হক ও অধিকার তাঁর বান্দাদের উপর সবচেয়ে বেশি। আল্লাহর ফযল ও করম স্বরণ করে তাঁকে বেশি লজ্জা করা মানুষের উচিত। দুনিয়া ও আসমানের মালিকের সামান্যতম অবাধ্যতা করার ব্যাপারেও মানুষের লজ্জা করা কর্তব্য।
আল্লাহ মানুষের সর্বশ্রেষ্ঠ অভিভাবক ও মওলা। তাঁর রহমত, নিয়ামত ও অনুগ্রহ ছাড়া মানুষ এক মুহূর্তের জন্যও বাঁচতে পারে না। তাই হায়ার ব্যাপারে আল্লাহ তা'আলার হক ও অধিকার তাঁর বান্দাদের উপর সবচেয়ে বেশি। আল্লাহর ফযল ও করম স্বরণ করে তাঁকে বেশি লজ্জা করা মানুষের উচিত। দুনিয়া ও আসমানের মালিকের সামান্যতম অবাধ্যতা করার ব্যাপারেও মানুষের লজ্জা করা কর্তব্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)