মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২২৫
আখলাক অধ্যায়
হায়া ঈমানের ফল
২২৫. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ এক আনসারের নিকট দিয়ে যাচ্ছিলেন। আনসার তার ভাইকে হায়ার ব্যাপারে নসীহত করছিলেন। রাসুলুল্লাহ ﷺ বললেন : তাকে যেতে দাও, হায়া ঈমানের ফল। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ ، وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الحَيَاءِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « دَعْهُ فَإِنَّ الحَيَاءَ مِنَ الإِيمَانِ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হায়া বা লজ্জা ঈমানী উপাদান। এটা ঈমানের ফল। লজ্জাহীনতা ঈমান ও আমলের ক্ষেত্রে দুর্বলতার সৃষ্টি করে। অন্তরে হায়ার বিকাশ করার অর্থ হল ঈমানের উন্নতি সাধন। যার অন্তরে হায়ার অংশ যত বেশি সবল, তার ঈমান তত বেশি দৃঢ় ও মযবুত। যার অন্তরে হায়া জাগ্রত, তার ঈমান জাগ্রত। ঈমানের দাবি পরিপূর্ণভাবে পালন করার জন্য আমাদের অন্তরে আল্লাহকে লজ্জা করার গুণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। আল্লাহর যাবতীয় অনুগ্রহ ও নিয়ামতকে স্মরণ করে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকাই হল 'হায়া'-র বাস্তব নমুনা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান