মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২২২
আখলাক অধ্যায়
অনুপরিমাণ অহঙ্কার জান্নাতের অন্তরায়
২২২. হযরত আবদুল্লাহ ইবন মাসঊদ (রা) থেকে বর্ণিত, তিনি নবী ﷺ থেকে বর্ণনা করেন, যার অন্তরে অনুপরিমাণ অহঙ্কার রয়েছে, সে জান্নাতে যাবে না। (মুসলিম ও বুখারী)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ . (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
যাঁর হাতে হায়াত, মউত ও রিযকের চাবিকাঠি রয়েছে এবং যাঁর ইঙ্গিতে সাত আসমান ও দুনিয়ার যাবতীয় ব্যবস্থাপনা চলে, অহঙ্কার করার একমাত্র অধিকার তাঁর। মানুষ আল্লাহর সৃষ্ট জীব এবং আল্লাহর গোলাম। আসমান-যমীনের কোন ক্ষমতা মানুষের হাতে নেই। মানুষ তার জন্ম ও মৃত্যু নিয়ন্ত্রণ তো দূরের কথা, নিজের রিযক, সৌভাগ্য এবং দুর্ভাগ্যের বিন্দু পরিমাণও নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ চাইলে এক সেকেন্ডের মধ্যে তাকে কঠিন আযাব দিতে পারেন। এমতাবস্থায় মানুষ কি করে তার নিজের হাকীকত একদম ভুলে গিয়ে আল্লাহর সাথে বা তাঁর বান্দাদের সাথে অহঙ্কার করতে পারে? বস্তুত অহঙ্কারী ব্যক্তি আল্লাহর সিফাত নিজে গ্রহণ করে নিজের উপর যুলম করে। বিন্দুমাত্র অহঙ্কার যার অন্তরে রয়েছে, সে জান্নাতে যেতে পারে না। কারণ জান্নাত আল্লাহর অনুগত ও নিবেদিত মানুষের জন্য বানানো হয়েছে। সেখানে বিদ্রোহী ও অহঙ্কারীদের কোন স্থান নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)