মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২১৩
আখলাক অধ্যায়
বিরোধ নিষ্পত্তিতে উভয়কে ভাল কথা বলা মিথ্যা বলা নয়
২১৩. হযরত উম্মে কুলসূম বিনতে উব্বা ইবনে আবী মুআইত (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য (উভয়কে উভয় সম্পর্কে) ভাল কথা বলে এবং কোন পক্ষের প্রতি ভাল কথা আরোপ করে, সে মিথ্যাবাদী নয়। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أُمَّ كُلْثُومٍ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَيْسَ الكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ ، وَيَقُولُ خَيْرًا ، أَوْ وَيَنْمِي خَيْرًا » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
মানুষের মধ্যে প্রেম-প্রীতি ও সৌহার্দ্য স্থাপন এবং সংশয়, অবিশ্বাস ও অনাস্থা দূর করা ঈমানদার ব্যক্তির ঈমানী কর্তব্য। আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং আসমানী আহকাম সমাজে জারী করার জন্য শান্তিপূর্ণ পরিবেশের প্রয়োজন। পারস্পরিক অনাস্থা, বিদ্বেষ এবং শত্রুতা ইসলামী পরিবেশের পরিপন্থি। কোন কারণে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া শুরু হলে তা যত দ্রুত মিটমাট করা যায়, ততই মঙ্গল। যে ব্যক্তি দু'জন মুসলমানের মধ্যকার বিবাদ-বিসম্বাদ দূর করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে প্রচুর সওয়াব দান করেন। যদি কোন ব্যক্তি এ ধরনের বিবাদ দূর করার উদ্দেশ্যে বিবাদমান ব্যক্তিদের একজনের কাছে অপরজনের মহৎ গুণাবলী অতিরঞ্জিত করে প্রশংসা করেন এবং আকারে-ইঙ্গিতে বা কথার দ্বারা এ ধারণা দান করেন যে, তাদের এক ব্যক্তিকে অপর ব্যক্তি ভালবাসে, সম্মান করে এবং তার মঙ্গল কামনা করে, তাহলে মধ্যস্থতাকারীকে তার এসব বক্তব্যের জন্য কোনরূপ শাস্তি দেয়া হবে না এবং তার আমলনামায় কোনরূপ গুনাহ লিখা হবে না। ঝগড়া-বিবাদ দূর করার জন্য প্রশংসামূলক যে সব উক্তি করা হয়, তা দূষণীয় নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)