মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ২১২
আখলাক অধ্যায়
সৎকর্মের পরামর্শ সভা আমানতবিশেষ
২১২. হযরত জাবির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মজলিসসমূহ আমানতবিশেষ। অবশ্য তিন ধরনের মজলিস-না-হক খুন প্রবাহিতকরণ, অবৈধ যৌন আচরণ ও অবৈধ সম্পদ আত্মসাৎ (সম্পর্কিত পরামর্শ সভা) তার ব্যতিক্রম। (আবূ দাউদ)
کتاب الاخلاق
عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْمَجَالِسُ بِالْأَمَانَةِ إِلَّا ثَلَاثَةَ مَجَالِسَ : سَفْكُ دَمٍ حَرَامٍ ، أَوْ فَرْجٌ حَرَامٌ ، أَوْ اقْتِطَاعُ مَالٍ بِغَيْرِ حَقٍّ " (رواه ابو داؤد)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে বর্ণিত তিনটি বিষয় সম্পর্কে কোন পরামর্শ সভা আহূত হলে তাতে উল্লিখিত গর্হিত কাজগুলোর পক্ষে রায় দান করা বা এ ধরনের অবৈধ কাজ সম্পাদন করার জন্য যে সিদ্ধান্ত গৃহীত হবে, তার গোপনীয়তা রক্ষা করা যোগদানকারীদের কর্তব্য নয়; বরং সংশ্লিষ্ট ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করার জন্য ষড়যন্ত্র সম্পর্কে তাকে ওয়াকিবহাল করা সওয়াবের কাজ। মোট কথা কোন অবৈধ কাজের জন্য পরামর্শ দান করা বা সিদ্ধান্তের গোপনীয়তা রক্ষা করা আমানতদারী নয়। এছাড়া যাবতীয় সৎকর্ম সম্পর্কিত পরামর্শ সভার সিদ্ধান্ত ও কার্যক্রমের গোপনীয়তা রক্ষা করা এবং কোন বিষয় সম্পর্কে সঠিক রায়দান করা আমানতদারীর অন্তর্ভুক্ত। তাতে কোন ব্যতিক্রম করলে গুনাহ হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)