মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৯৯
আখলাক অধ্যায়
খিয়ানত ও মিথ্যা মু'মিনের স্বভাব বহির্ভূত
১৯৯. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: খিয়ানত ও মিথ্যা ছাড়া মু'মিন ব্যক্তির স্বভাবে প্রত্যেক অভ্যাস থাকতে পারে। (আহমদ ও বায়হাকী: শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يُطْبَعُ الْمُؤْمِنُ عَلَى الْخِلَالِ كُلِّهَا إِلَّا الْخِيَانَةَ وَالْكَذِبَ "

হাদীসের ব্যাখ্যা:

দুর্বলতা মানুষের সহজাত। মু'মিন ব্যক্তি তার ব্যতিক্রম নন। মু'মিন ব্যক্তি নিজের দুর্বলতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু দুটো অভ্যাস মু'মিনের স্বভাব বহির্ভূত। ঈমানের সাথে মিথ্যা ও আমানতের খিয়ানত একত্র হতে পারে না। অর্থাৎ মু'মিন ব্যক্তির যত অধঃপতনই হোক না কেন, তিনি মিথ্যাবাদী ও খিয়ানতকারী হতে পারেন না। মিথ্যা ও খিয়ানত ঈমানের বিপরীত কাজ। আর তাই নবী করীম ﷺ বলেছেন, মু'মিনের সকল অভ্যাস থাকতে পারে; কিন্তু মিথ্যা ও খিয়ানত থাকতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান