মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৯৮
আখলাক অধ্যায়
আল্লাহ-ভীরু ব্যবসায়ী ছাড়া সবাইকে বদকার হিসেবে কিয়ামতে উঠান হবে
১৯৮. হযরত উবায়দ ইবন রিফায়া (র) থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা হযরত রিফায়া (রা) থেকে বর্ণনা করেন, তিনি নবী ﷺ থেকে রিওয়ায়াত করেছেন, নবী ﷺ বলেছেন: আল্লাহ-ভীরু নেক্কার ও সৎ ব্যবসায়ী ছাড়া সকল ব্যবসায়ীকে বদকার হিসেবে কিয়ামতের দিন উঠান হবে। (তিরমিযী, ইবনে মাজাহ ও দারেমী)
کتاب الاخلاق
عَنْ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ عَنْ اَبِيْهِ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « التُّجَّارُ يُحْشَرُونَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا ، إِلَّا مَنِ اتَّقَى اللَّهَ وَبَرَّ وَصَدَقَ » (رواه الترمذى وابن ماجة والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে অসাধু, প্রবঞ্চক ও লোভী ব্যবসায়ীদের খারাপ পরিণতির উল্লেখ করা হয়েছে। সততা, ন্যায়-ইনসাফ এবং ঈমানদারীর সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা না করলে আল্লাহর বান্দাদের কষ্ট হয়, বহুসংখ্যক মানুষের হক বিনষ্ট হয়। তাই আল্লাহ অসৎ এবং অসাধু ব্যবসায়ীদেরকে বদকার হিসেবে কিয়ামতের দিন উঠাবেন এবং আযাব দান করবেন। আল্লাহর আযাব থেকে একমাত্র তারাই রক্ষা পাবেন যারা আল্লাহকে ভয় করে ইনসাফ ও সততার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন এবং আল্লাহর কোন বান্দার হক বিনষ্ট করেননি। আল্লাহ মুসলিম ব্যবসায়ীদেরকে মন্দ পরিণাম থেকে রক্ষা করুন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান