মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৯৭
আখলাক অধ্যায়
সত্যবাদী আমানতদার ব্যবসায়ী আম্বিয়া, সিদ্দিকীন ও শহীদদের সাথী
১৯৭. হযরত আবু সাইদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: সত্যবাদী আমানতদার ব্যবসায়ী আম্বিয়া, সিদ্দিকীন ও শহীদদের সাথে থাকবেন। (তিরমিযী , দারেমী ও দারাকুতনী)
کتاب الاخلاق
عَنْ أَبِي سَعِيدٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : التَّاجِرُالصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ ، وَالصِّدِّيقِينَ ، وَالشُّهَدَاءِ . (رواه الترمذى والدار قطنى)
হাদীসের ব্যাখ্যা:
কিয়ামতের দিন আম্বিয়া (আ), আল্লাহর রাস্তায় প্রাণদানকারী শহীদগণ এবং আল্লাহর দীনকে সত্য হিসেবে কবুলকারী সিদ্দীকগণ (যাঁরা সত্যকে নিজেদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন) বুলন্দ মাকামে অবস্থান করবেন। তাঁদের শান-শওকত এবং সম্মান সকলের দৃষ্টি আকর্ষণ করবে। তাঁরা আল্লাহর বিশেষ বান্দা হিসেবে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করবেন। কারণ তাঁরা দুনিয়ার যিন্দেগীতে আল্লাহর দীনকে কায়েম করার জন্য কঠিন কুরবানী দিয়েছেন। যারা কিয়ামতের দিন তাঁদের সান্নিধ্য ও সাহচর্য লাভ করার অনুমতি পাবেন, তাঁরা সৌভাগ্যবান বিবেচিত হবেন। যে সব ব্যবসায়ী আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস করেন, হালাল-হারাম মেনে চলেন, ইসলামের অবশ্য পালনীয় যিম্মাদারী পালন করেন এবং ব্যবসা-বাণিজ্যে সততা ও আমানতদারীর পরিচয় দেন, বাণিজ্যিক লেনদেনে ধোঁকা ও প্রবঞ্চণার আশ্রয় গ্রহণ না করেন, সে সব ব্যবসায়ী আম্বিয়া, শুহাদা এবং সিদ্দিকীনের দলভুক্ত হবেন। ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই। আল্লাহর নৈকট্য লাভের জন্য গোসা-নশীন, খানকাহ-নশীন বা লোকালয় ত্যাগ করে পাহাড়-পর্বতে চলে যাওয়ার কোন প্রয়োজন নেই। বাণিজ্যিক কেন্দ্রে বসে ন্যায়, ইনসাফ ও সততার সাথে ব্যবসা-বাণিজ্য করেও আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ব্যবসা-বাণিজ্যে প্রচুর প্রলোভন রয়েছে। তাই যে লোভ-লালসা দমন করে ন্যায়ানুগ বাণিজ্যিক লেনদেন করে, আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)