মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৯৬
আখলাক অধ্যায়
ছয়টি জিনিসের বিনিময়ে জান্নাতের ওয়াদা
১৯৬. হযরত উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ বলেছেন: আমাকে ছয়টি জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দান করব। যখন কথা বলবে সত্য বলবে, যখন ওয়াদা করবে তা পূরণ করবে, আমানত রাখলে তা ফিরিয়ে দিবে, তোমাদের লজ্জাস্থানের হিফাযত করবে, তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে এবং হাতকে সংযত রাখবে। (মুসনাদে আহমদ ও বায়হাকীঃ শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ : اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ ، وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ ، وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ ، وَغُضُّوا أَبْصَارَكُمْ ، وَكُفُّوا أَيْدِيَكُمْ " (رواه احمد والبيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
যে বিশ্বাসী ব্যক্তি আরকানে ইসলাম পালন করে, আল্লাহর দীনকে বুলন্দ ও বিজয়ী করার জন্য চেষ্টা করে এবং হাদীসে বর্ণিত ছয়টি জিনিসের উপর আমল করে, সে জান্নাতে যাবে। যদি কোন ব্যক্তি শুধুমাত্র এ ছয়টি জিনিস পালন করে; কিন্তু নামায-রোযা প্রভৃতি পালন করে না বা আল্লাহর দীনকে গালিব ও বুলন্দ করার জন্য জিহাদের আহ্বানে সাড়া দান করে না, তাহলে সে জান্নাতের দাবিদার হতে পারবে না, বরং আল্লাহর হুকুম-আহকাম উপেক্ষা করা বা আরকানে ইসলাম অনুসরণ না করার দরুন সে নিন্দিত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)