মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৯৫
আখলাক অধ্যায়
রাসূল ﷺ-এর হাবীবদের সত্যবাদী, আমানতদার ও সৎ প্রতিবেশী হওয়া উচিত
১৯৫. হযরত আবদুর রহমান ইবন আবূ কুরাদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ একদিন উযূ করলেন। তাঁর সাহাবীগণ তাঁর উযূর পানির দ্বারা নিজেদের শরীরে মাসেহ করতে লাগলেন। নবী ﷺ তাদেরকে বললেন: এরূপ করতে তোমাদেরকে কি জিনিস উদ্বুদ্ধ করেছে? তারা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বত। নবী ﷺ বললেনঃ যে খুশি হয় আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বত করার জন্য বা পসন্দ করে যে, আল্লাহ্ ও তাঁর রাসূল তাঁকে ভালবাসুন, সে যেন সত্য কথা বলে, আমানত রাখা হলে তা যেন ফিরিয়ে দেয় এবং তার প্রতিবেশীদের সাথে যেন ভাল আচরণ করে। (বায়হাকীঃ শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ يَوْمًا فَجَعَلَ أَصْحَابُهُ يَتَمَسَّحُونَ بِوَضُوئِهِ ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا يَحْمِلُكُمْ عَلَى هَذَا؟ " قَالُوا : حُبُّ اللهِ وَرَسُولِهِ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ سَرَّهُ أَنْ يُحِبَّ اللهَ وَرَسُولَهُ ، أَوْ يُحِبَّهُ اللهُ وَرَسُولُهُ فَلْيَصْدُقْ حَدِيثَهُ إِذَا حَدَّثَ ، وَلْيُؤَدِّ أَمَانَتَهُ إِذَا ائْتُمِنَ ، وَلْيُحْسِنْ جِوَارَ مَنْ جَاوَرَهُ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
নবী করীম ﷺ-এর সাহাবিগণ রাসূলের প্রতি তাঁদের ভালবাসার আধিক্যের কারণে তাঁর উযূর ব্যবহৃত পানি নিজেদের শরীরে মাসেহ করেছিলেন। নবী করীম ﷺ তাদের এহেন আমলের কারণ জানতে চাইলেন এবং তাদের জবাব শোনার পর তিনি আল্লাহ ও তাঁর রাসূলকে সঠিকভাবে ভালবাসার তরীকা বলে দিলেন। যে সত্য কথা বলে, আমানতকারীকে আমানত ফিরিয়ে দেয় এবং প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করে, সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তাঁর রাসূলের প্রেমিক এবং এ ধরনের ব্যক্তিকে আল্লাহ ও তাঁর রাসূল ভালবাসেন। যদি কোন ব্যক্তি শুধু এ তিনটি জিনিসের উপর আমল করে এবং ইসলামের অন্যান্য হুকুম-আহকাম পালন না করে, তাহলে সে আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসার দাবি করতে পারে না। আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসার দাবি হল জীবনের তামাম ক্ষেত্রে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর আনুগত্য করা। যে বিশ্বাসী বান্দা নেক কাজ করে, মন্দ কাজ পরিহার করে এবং হাদীসে বর্ণিত তিনটি জিনিসের উপর আমল করে, সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসে। আল্লাহ আমাদেরকে ইশকে রাসূল এবং ইশকে ইলাহীর তাওফিক দিন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)