মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ২০০
আখলাক অধ্যায়
মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা দূরে চলে যান
২০০. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যখন বান্দা মিথ্যা বলে, তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা তার কাছ থেকে এক মাইল দূরে চলে যান। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا كَذَبَ العَبْدُ تَبَاعَدَ عَنْهُ المَلَكُ مِيلًا مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ؟ » (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

যেরূপ আমাদের বস্তু জগতে ভাল জিনিসের সুগন্ধ এবং পচা জিনিসের দুর্গন্ধ রয়েছে এবং ঘ্রাণশক্তিসম্পন্ন যে কোন প্রাণী তার ঘ্রাণ পেতে পারে, সেরূপ নৈতিক কর্মেরও গন্ধ রয়েছে। যখন বান্দা কোন সৎকর্ম করে, তখন তার সৎকর্মের প্রকৃতি ও গুরুত্ব অনুসার দুনিয়াতে সুগন্ধি ছড়িয়ে পড়ে। যখন কোন মন্দ ব্যক্তি মন্দ কাজ করে, তখন তার মন্দ কাজের দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে যায়। দুনিয়াবাসী নৈতিক আমলের দুর্গন্ধ ও সুগন্ধি অনুভব করতে পারে না। বিভিন্ন ইনতিযামের জন্য আল্লাহ যে সব ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে থাকেন তারা সৎকর্মের সুগন্ধি এবং দুষ্কর্মের দুর্গন্ধ অনুভব করতে পারেন।

আমরা নৈতিক আমলের সুগন্ধি ও দুর্গন্ধ টের না পেলেও আমাদের আত্মা তা টের পায় এবং তার প্রমাণ হল ভাল মানুষের আত্মা ভাল মানুষের সংশ্রবে থাকতে চায়: ভাল মানুষের সান্নিধ্য লাভ করে তৃপ্ত ও আনন্দিত হয় এবং মন্দ মানুষের সংশ্রবে ভাল মানুষের আত্মা অতীষ্ঠ হয়ে উঠে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান