মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৯০
আখলাক অধ্যায়
গীবত যেনার চেয়েও নিকৃষ্ট
১৯০. আবু সাঈদ (রা) ও হযরত জাবির (রা) থেকে বর্ণিত, নবী ﷺ বলেন: গীবত যেনা থেকে নিকৃষ্ট। রাসূল ﷺ-এর আসহাব বললেন, হে আল্লাহর রাসূল! গীবত কিভাবে যেনা থেকে নিকৃষ্ট? তিনি বললেন: কোন ব্যক্তি যেনা করার পর তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করতে পারেন (অন্য রিওয়ায়াতে রয়েছে, সে তওবা করলে আল্লাহ তাকে মাফ করবেন) কিন্তু গীবতকারীকে ততক্ষণ মাফ করা হবে না যতক্ষণ না তার বন্ধু (অর্থাৎ যার বিরুদ্ধে গীবত করা হয়েছে) তাকে মাফ করবে। (বায়হাকী: শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ أَبِي سَعِيْدٍ ، وَجَابِرٍ ، قَالَا : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْغِيبَةُ أَشَدُّ مِنَ الزِّنَا " ، قَالُوا : يَا رَسُولَ اللهِ وَكَيْفَ الْغِيبَةُ أَشَدُّ مِنَ الزِّنَا؟ قَالَ : " إِنَّ الرَّجُلَ لَيَزْنِي فَيَتُوبُ فَيَتُوبُ اللهُ عَلَيْهِ " . (وَفِي رِوَايَةٍ " فَيَتُوبُ فَيَغْفِرُ اللهُ لَهُ) وَإِنَّ صَاحِبَ الْغِيبَةِ لَا يُغْفَرُ لَهُ حَتَّى يَغْفِرَهَا لَهُ صَاحِبُهُ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
যে আল্লাহর হক বিনষ্ট করে, সে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু যে বান্দার হক বিনষ্ট করেছে, বান্দার মনে কষ্ট দিয়েছে, বান্দার হক না দেয়া পর্যন্ত বা তাকে খুশি ও সন্তুষ্ট না করা পর্যন্ত সে আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ তাকে মাফ করবেন না। এ দৃষ্টিকোণ থেকে নবী করীম ﷺ গীবতকে যেনার চেয়ে শক্ত অপরাধ আখ্যায়িত করেছেন।
যে সব গুনাহর হদ বা শাস্তি নির্ধারিত হয়নি, সে সব গুনাহকে অনেক ব্যক্তি মূর্খতার কারণে ছোট জ্ঞান করে। আশা করা যায় এ হাদীস তাদের জ্ঞানের চোখ খুলে দেবে।
যে সব গুনাহর হদ বা শাস্তি নির্ধারিত হয়নি, সে সব গুনাহকে অনেক ব্যক্তি মূর্খতার কারণে ছোট জ্ঞান করে। আশা করা যায় এ হাদীস তাদের জ্ঞানের চোখ খুলে দেবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)