মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৮৭
আখলাক অধ্যায়
মুক্ত অন্তঃকরণ রাসূলের পসন্দকৃত
১৮৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: আমার কোন সাথী যেন অন্যের কোন কথা আমাকে না পৌছায়। কেননা আমি তোমাদের কাছে মুক্ত অন্তঃকরণসহ আসতে পসন্দ করি। (আবু দাউদ)
کتاب الاخلاق
عَنِ ابْنِ مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَا يُبَلِّغُنِي أَحَدٌ مِنْ أَصْحَابِي عَنْ أَحَدٍ شَيْئًا ، فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْكُمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ » (رواه ابو داؤد)
হাদীসের ব্যাখ্যা:
নবী করীম ﷺ তাঁর সকল সাথীকে ভালবাসতেন, তাদের কল্যাণ কামনা করতেন এবং কৌশলে তাদের দোষ-ত্রুটি সংশোধন করতেন। তিনি তাদের সম্পর্কে ভাল ধারণা পোষণ করতেন। প্রত্যেক মু'মিন ব্যক্তি সম্পর্কে উত্তম ধারণা পোষণ করা উচিত। কোন দুর্বল মুহূর্তে কোন বান্দা কোন দুর্বলতা প্রদর্শন করলে তা মানুষের কাছে বলে বেড়ান নেহায়েত অন্যায়। এতে কোন কল্যাণ নেই, বরং অকল্যাণ রয়েছে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে মু'মিন ব্যক্তির কর্তব্য হবে অপর ভাইয়ের দুর্বলতা সুকৌশলে সংশোধন করার চেষ্টা করা।
সামাজিক স্বার্থ বিঘ্নিত হওয়ার আশংকা থাকলে দায়িত্বশীল ব্যক্তির কাছে অধীনস্থ ব্যক্তির দুর্বলতা প্রকাশ করা নাজায়েয নয়। দায়িত্বশীল ব্যক্তির নিকট সংশ্লিষ্ট ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্যে কোন দুর্বলতা প্রকাশ করা অনুচিত।
সামাজিক স্বার্থ বিঘ্নিত হওয়ার আশংকা থাকলে দায়িত্বশীল ব্যক্তির কাছে অধীনস্থ ব্যক্তির দুর্বলতা প্রকাশ করা নাজায়েয নয়। দায়িত্বশীল ব্যক্তির নিকট সংশ্লিষ্ট ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্যে কোন দুর্বলতা প্রকাশ করা অনুচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)