মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৮৬
আখলাক অধ্যায়
নিন্দাবাদকারী নিকৃষ্ট লোক
১৮৬. হযরত আবদুর রহমান ইবন গুনম (রা) এবং আসমা বিনতে ইয়াযিদ (রা) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন: তারা আল্লাহর উৎকৃষ্ট বান্দা, যাদেরকে দর্শন করলে আল্লাহর স্মরণ হয়। তারা আল্লাহর নিকৃষ্ট বান্দা, যারা নিন্দাবাদ করে বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নেক বান্দাদেরকে বিপদে ফেলে। (মুসনাদে আহমদ ও বায়হাকী: শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ ، وَاَسْمَاءَ بِنْتِ يَزِيْدَ اَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " خِيَارُ عِبَادِ اللهِ الَّذِينَ إِذَا رُءُوا ، ذُكِرَ اللهُ ، وَشِرَارُ عِبَادِ اللهِ الْمَشَّاءُونَ بِالنَّمِيمَةِ ، الْمُفَرِّقُونَ بَيْنَ الْأَحِبَّةِ ، الْبَاغُونَ الْبُرَآءَ الْعَنَتَ . (رواه احمد والبيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর নেক বান্দাদের লক্ষণ হল তাদেরকে দর্শন করলে মানুষ তৃপ্ত ও সন্তুষ্ট হয়, অন্তরে আল্লাহর ইয়াদ সৃষ্টি হয় এবং অন্তরের যাবতীয় গাফলত বিদূরিত হয়। সবল ঈমান ও নেক আমলের জ্যোতি অন্য বান্দাকে সৎকর্ম ও ইবাদতের দিকে আকর্ষণ করে। তাই আল্লাহর নেক বান্দাদেরকে মহব্বত করা, তাদের সাথে উঠাবসা করা এবং তাদের সান্নিধ্য লাভ করার মধ্যে ফায়দা রয়েছে।

আল্লাহর নিকৃষ্ট বান্দাদের লক্ষণ হল তারা অন্যের বিরুদ্ধে কুৎসা রটনা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং সৎ ব্যক্তিদের কষ্ট দান করে বা তাদেরকে গুনাহর মধ্যে লিপ্ত করার চেষ্টা করে। তাই যাদের মধ্যে এ ধরনের নিন্দনীয় অভ্যাস রয়েছে, তাদের থেকে সর্বদা দূরে থাকা উচিত। তালীম ও তারবিয়াতের মাধ্যমে মন্দ মানুষের মন্দ স্বভাব দূর করার চেষ্টা করা নেক বান্দাদের কর্তব্য। মানুষের মনে আল্লাহর মহব্বত ও ভীতি সৃষ্টি করতে পারলে আলোচিত মন্দ অভ্যাসগুলো সহজে দূর হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান