মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৮৪
আখলাক অধ্যায়
অহেতুক কথা বর্জন
১৮৪. হযরত আলী ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মানুষের ইসলামী জিন্দেগীর একটি সৌন্দর্য ও বৈশিষ্ট্য এই যে, সে উদ্দেশ্যহীন ও অহেতুক কথাবার্তা পরিহার করে চলে। - মোয়াত্তা মালেক, মুসনাদে আহমাদ
کتاب الاخلاق
عَنْ عَلِيّ بْنِ حُسَيْنِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مِنْ حُسْنِ إِسْلامِ الْمَرْءِ ، تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ " (رواه مالك واحمد ، ورواه ابن ماجة عن ابى هريرة والترمذى والبيهقى فى شعب الايمان عنهما)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, অহেতুক ও উদ্দেশ্যহীন কথাবার্তা না বলা এবং বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখা ঈমানের পরিপূর্ণতার দাবী এবং মানুষের ইসলামী জীবন ধারার এক মহান সৌন্দর্য। এ গুণকেই সংক্ষেপে "অহেতুক কথা ও কাজ বর্জন” বলে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)