মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৬৪
আখলাক অধ্যায়
রাগান্বিত হলে চুপ থাক
১৬৪. হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: দীন শিক্ষাদান কর, সহজ কর, কঠিন করো না এবং তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হলে সে যেন চুপ থাকে, তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হলে সে যেন চুপ থাকে, তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হলে যেন চুপ থাকে। (মুসনাদে আহমদ ও তাবারানী)
کتاب الاخلاق
عَنْ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « عَلِّمُوا ، وَيَسِّرُوا ، وَلا تُعَسِّرُوا ، وَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَسْكُتْ وَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَسْكُتْ وَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَسْكُتْ » (رواه احمد والطبرانى فى الكبير)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে দুটো বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে-
এক: আল্লাহর কিতাব এবং রাসূলের হাদীস শিক্ষাদান করার জন্য হুকুম করা হয়েছে। "সহজ কর এবং কঠিন করো না"-বাক্যাংশের দ্বারা আল্লাহর দীনকে মানুষের কাছে সহজভাবে পেশ করতে বলা হয়েছে। আল্লাহ তাঁর দীনকে মানুষের বুঝার জন্য খুব সহজ ভাষায় এবং সহজ পদ্ধতিতে পেশ করেছেন। সাধারণ জ্ঞানের অধিকারী যে কোন মানুষ খুব সহজে আল্লাহর দীনকে বুঝতে সক্ষম। আল্লাহর দীনকে কোনরূপ দার্শনিক পরিভাষায় পেশ করা উচিত নয়। তাতে সাধারণ মানুষও আল্লাহর দীনের জ্ঞান থেকে বঞ্চিত হবে। ইবাদতের যে তরীকা ও পদ্ধতি নবী করীম ﷺ পেশ করেছেন, তা খুবই সহজ এবং যে কোন মানুষ খুব সহজে তা পালন করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। আল্লাহর নৈকট্য লাভের যে সহজ তরীকা ও পদ্ধতি নবী করীম ﷺ পেশ করেছেন তা পরিত্যাগ করে যুহদ বা মা'আরিফাতের নামে কোন কঠিন তরীকা পেশ করা অনুচিত।
দুই: রাগ দমন করার জন্য চুপ থাকতে বলা হয়েছে। উত্তেজিত অবস্থায় মানুষ তার জিহবার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করে যার পরিণতি খুবই খারাপ এবং মারাত্মক হয়ে দাঁড়ায়। রাগের অবস্থায় কোন কোন সময় মানুষ কুফরী কালাম উচ্চারণ করে, অশ্লীল বাক্য ব্যবহার করে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে মন্দ বাক্য প্রয়োগ করে, স্ত্রীকে তালাক দিয়ে গৃহে অশান্তির সৃষ্টি করে। কোন অবস্থায় মুখ থেকে বাক্য উচ্চারিত হয়ে গেলে তা ফিরিয়ে নেয়া যায় না। তাই উত্তেজিত অবস্থায় কোন বক্তব্য পেশ করা বা কথাবার্তা বলা খুবই বোকামী। চুপ থাকা বুদ্ধিমানের কাজ। তাতে মানুষ শয়তানের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। শয়তান মানুষকে অশ্লীলতা ও বোকামীর ফাঁদে ফেলবার জন্য ওৎপেতে রয়েছে।
এক: আল্লাহর কিতাব এবং রাসূলের হাদীস শিক্ষাদান করার জন্য হুকুম করা হয়েছে। "সহজ কর এবং কঠিন করো না"-বাক্যাংশের দ্বারা আল্লাহর দীনকে মানুষের কাছে সহজভাবে পেশ করতে বলা হয়েছে। আল্লাহ তাঁর দীনকে মানুষের বুঝার জন্য খুব সহজ ভাষায় এবং সহজ পদ্ধতিতে পেশ করেছেন। সাধারণ জ্ঞানের অধিকারী যে কোন মানুষ খুব সহজে আল্লাহর দীনকে বুঝতে সক্ষম। আল্লাহর দীনকে কোনরূপ দার্শনিক পরিভাষায় পেশ করা উচিত নয়। তাতে সাধারণ মানুষও আল্লাহর দীনের জ্ঞান থেকে বঞ্চিত হবে। ইবাদতের যে তরীকা ও পদ্ধতি নবী করীম ﷺ পেশ করেছেন, তা খুবই সহজ এবং যে কোন মানুষ খুব সহজে তা পালন করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। আল্লাহর নৈকট্য লাভের যে সহজ তরীকা ও পদ্ধতি নবী করীম ﷺ পেশ করেছেন তা পরিত্যাগ করে যুহদ বা মা'আরিফাতের নামে কোন কঠিন তরীকা পেশ করা অনুচিত।
দুই: রাগ দমন করার জন্য চুপ থাকতে বলা হয়েছে। উত্তেজিত অবস্থায় মানুষ তার জিহবার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করে যার পরিণতি খুবই খারাপ এবং মারাত্মক হয়ে দাঁড়ায়। রাগের অবস্থায় কোন কোন সময় মানুষ কুফরী কালাম উচ্চারণ করে, অশ্লীল বাক্য ব্যবহার করে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে মন্দ বাক্য প্রয়োগ করে, স্ত্রীকে তালাক দিয়ে গৃহে অশান্তির সৃষ্টি করে। কোন অবস্থায় মুখ থেকে বাক্য উচ্চারিত হয়ে গেলে তা ফিরিয়ে নেয়া যায় না। তাই উত্তেজিত অবস্থায় কোন বক্তব্য পেশ করা বা কথাবার্তা বলা খুবই বোকামী। চুপ থাকা বুদ্ধিমানের কাজ। তাতে মানুষ শয়তানের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। শয়তান মানুষকে অশ্লীলতা ও বোকামীর ফাঁদে ফেলবার জন্য ওৎপেতে রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)