মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৬৫
আখলাক অধ্যায়
রাগান্বিত হলে উযূ কর
১৬৫. হযরত আতিয়া ইবন উরওয়া সা'দী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ক্রোধ শয়তান থেকে সৃষ্ট, শয়তান আগুনের দ্বারা সৃষ্ট এবং আগুন পানির দ্বারা নির্বাপিত করা হয়। তাই তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হলে সে যেন উযূ করে। (আবূ দাউদ)
کتاب الاخلاق
عَنْ عَطِيَّةَ بْنِ عُرْوَةَ السَّعْدِىِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِنَّ الْغَضَبَ مِنَ الشَّيْطَانِ ، وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنَ النَّارِ ، وَإِنَّمَا تُطْفَأُ النَّارُ بِالْمَاءِ ، فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ » (رواه ابو داؤد)

হাদীসের ব্যাখ্যা:

ক্রোধ আগুনের অংশ। শয়তান মানুষকে অপমানিত এবং অসম্মানিত করার জন্য উত্তেজিত করে। মানব সমাজে সংঘাত ও হানাহানি সৃষ্টি করা শয়তানের কাজ। আদম সন্তানের শান্তি ও সংহতি শয়তান খুব অপসন্দ করে। তাই ক্রোধের মাধ্যমে মানুষকে তার সম্মানিত মাকাম থেকে অধঃপতনের দিকে ঠেলে দিতে চায়। উযুর দ্বারা রাগকে দমন করার জন্য আল্লাহর রাসূল ﷺ আদেশ করেছেন। পানি শরীরকে শীতল করে এবং শরীর শীতল হলে উত্তেজনা হ্রাস পায়। অধিকন্তু উযূর মাধ্যমে বান্দা পবিত্রতা হাসিল করে, তার আত্মিক উন্নতি সাধিত হয়। তাই খুব স্বাভাবিকভাবে শয়তানের ফন্দি ও কলা-কৌশল তার উপর তেমন কার্যকরী হয় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান