মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৬২
আখলাক অধ্যায়
রাগ হজম করতে সক্ষম ব্যক্তি বড় শক্তিশালী
১৬২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: সে শক্তিশালী নয় যে কুস্তি লড়তে পারে, বরং সে শক্তিশালী যে তার নিজের নফসকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ ، وَلَكِنَّ الشَّدِيدَ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
নবী করীম ﷺ কুস্তিগীরকে শক্তিশালী না বলে নফসের নিয়ন্ত্রণকারীকে শক্তিশালী আখ্যায়িত করেছেন। যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়, সে শারীরিক দিক থেকে কুস্তিগীরের মত শক্তিশালী হলেও নিজেকে ক্রোধের আক্রমণ থেকে রক্ষা করতে পারে না। ক্রোধ তাকে পরাজিত করে, তার সম্মান বিনষ্ট করে, তাকে ধূলা লুন্ঠিত করে এবং তার নৈতিক ও বৈষয়িক ক্ষতি সাধন করে।
রাগ ও ক্রোধ মানুষের সহজাত গুণ। আশার বিপরীত বা স্বার্থের বিপরীত কোন কিছু দর্শন করলে অন্তরে রাগ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু ক্রোধের নিকট আত্মসমর্পণ করা বা ক্রোধকে নিয়ন্ত্রণ না করা মারাত্মক ধরনের দুর্বলতা। যে এ মারাত্মক দুর্বলতার শিকার, সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত। অপরপক্ষে যে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে, সে খুবই সৌভাগ্যবান এবং দুনিয়া ও আখিরাতের প্রচুর কল্যাণের অধিকারী। রাগ দমন করার মধ্যে কোন লোকসান নেই, বরং কল্যাণ রয়েছে। রাগের কাছে আত্মসমর্পণ করার মধ্যে সামান্য ফায়দা নেই। মারাত্মক অকল্যাণ এবং অপূরণীয় লোকসান রয়েছে। তাই নফসের নিয়ন্ত্রণকারী ব্যক্তি প্রকৃতপক্ষে শক্তিশালী ব্যক্তি।
রাগ ও ক্রোধ মানুষের সহজাত গুণ। আশার বিপরীত বা স্বার্থের বিপরীত কোন কিছু দর্শন করলে অন্তরে রাগ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু ক্রোধের নিকট আত্মসমর্পণ করা বা ক্রোধকে নিয়ন্ত্রণ না করা মারাত্মক ধরনের দুর্বলতা। যে এ মারাত্মক দুর্বলতার শিকার, সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত। অপরপক্ষে যে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে, সে খুবই সৌভাগ্যবান এবং দুনিয়া ও আখিরাতের প্রচুর কল্যাণের অধিকারী। রাগ দমন করার মধ্যে কোন লোকসান নেই, বরং কল্যাণ রয়েছে। রাগের কাছে আত্মসমর্পণ করার মধ্যে সামান্য ফায়দা নেই। মারাত্মক অকল্যাণ এবং অপূরণীয় লোকসান রয়েছে। তাই নফসের নিয়ন্ত্রণকারী ব্যক্তি প্রকৃতপক্ষে শক্তিশালী ব্যক্তি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)