মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৬১
আখলাক অধ্যায়
পুনরাবৃত্ত প্রশ্নের একই জবাব: রাগ করো না
১৬১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত এক ব্যক্তি নবী ﷺ-কে বলল, আমাকে নসীহত করুন। আল্লাহর রাসূল ﷺ বললেন: রাগ করো না। সে একই প্রশ্ন কয়েকবার পুনরাবৃত্তি করল এবং আল্লাহর রাসূল ﷺ প্রত্যেকবার বললেনঃ রাগ করো না। (বুখারী)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَوْصِنِي ، قَالَ : « لاَ تَغْضَبْ » فَرَدَّدَ مِرَارًا ، قَالَ : « لاَ تَغْضَبْ » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
যে সব জিনিস মানুষের শক্তি, যোগ্যতা এবং বিবেচনা শক্তির ক্ষতি সাধন করে, সে সব জিনিসের মধ্যে ক্রোধ অন্যতম। রাগ মানুষের বিবেচনা শক্তিকে লোপ করে দেয়। ফলে রাগান্বিত ব্যক্তি নিজেকে নির্বোধের পর্যায়ে নিয়ে যায় এবং রাগের অবস্থায় সে এমন সব কাজ করে যা তার দীন ও দুনিয়ার জন্য ক্ষতিকর বিবেচিত হয়। ক্রোধান্বিত ব্যক্তির উপর শয়তানের পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং শয়তান তাকে মন্দ কাজ করতে, নিজের বৈষয়িক ক্ষতি সাধন করতে বা নিজের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের ক্ষতি সাধন করতে অথবা নিজের এবং পরিবার-পরিজনের সুনাম বিনষ্ট করতে উদ্বুদ্ধ করে। কোন কোন ক্ষেত্রে রাগান্বিত ব্যক্তি অন্যের ক্ষতি সাধন করার জন্য নিজের দীন ও আখলাকের ক্ষতি সাধন করে। তাই নবী করীম ﷺ রাগ পরিহার করার জন্য উপদেশ দিয়েছেন। বার বার এক উপদেশ দেয়ার দুটো কারণ হতে পারে। এক: ক্রোধের মারাত্মক এবং ব্যাপক অনিষ্ট বোঝানোর জন্য নবী করীম ﷺ বার বার এই উপদেশ দিয়েছেন। দুই: হয় তো প্রশ্নকারীর রাগ খুব বেশি ছিল। তাই রাগ থেকে বিরত রাখার জন্য তিনি বার বার তাকে এ উপদেশ দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)