মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৫৮
আখলাক অধ্যায়
দোযখ যার জন্য হারাম এবং যিনি দোযখের জন্য হারাম
১৫৮. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: আমি কি তোমাদেরকে এমন ব্যক্তির খবর দিব না যে দোযখের জন্য হারাম এবং যার জন্য দোযখের আগুন হারাম? (তারা হলো) প্রত্যেক অনাড়ম্বর, ভদ্র, মিশুক (মানুষের নিকটবর্তী) এবং বিনম্র ব্যক্তি। (আবু দাউদ ও তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ عَبْدِاللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ وَمَنْ تَحْرُمُ النَّارُ عَلَيْهِ؟ كُلُّ هَيِّنٍ لَيْنٍ قَرِيبٍ سَهْلٍ " (رواه ابوداؤد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে বর্ণিত চারটি শব্দ নরম মেযাজ এবং মিশুক ব্যক্তির জন্য ব্যবহৃত হয়। আল্লাহ সরল-সুন্দর এবং বিনম্র ব্যক্তিকে মহব্বত করেন এবং তাকে দোযখের আগুন থেকে হিফাযত করেন। অবশ্য এ ধরনের ব্যক্তির ঈমান থাকতে হবে এবং হালাল-হারাম তাকে মেনে চলতে হবে। বিনম্রতা, খোশমেজায, ভদ্রতা প্রভৃতি মু'মিন ব্যক্তির অপরিহার্য গুণ। মু'মিন ব্যক্তি আপাদ-মস্তক ভালবাসা ও মহব্বতে পরিপূর্ণ। তিনি কঠোর, কর্কশ এবং অবিবেচক নন। তিনি সরল, বিনম্র ও সহানুভূতিশীল। তাই মানুষ তাঁর দ্বারা বেশি উপকৃত হয়। তারা খুব সহজে তার দিকে আকৃষ্ট হয় এবং তার উন্নত চরিত্র ও আখলাক থেকে তাঁরা বুঝতে পারে যে, আল্লাহর দীন মহান ও কল্যাণকর। নম্রতার দ্বারা মানুষের দিল জয় করা, শত্রুকে বন্ধু বানান এবং কঠিন কাজ সহজে সমাধা করা সম্ভব। কর্কশ মেযাজ এবং কঠোর নীতির দ্বারা মানুষকে ভীত-সন্ত্রস্ত করা যেতে পারে, সাময়িকভাবে তাদেরকে বশও করা যেতে পারে কিন্তু তাদের মন জয় করা সম্ভব নয়। তাই কঠোর ও কর্কশ ব্যক্তির জ্ঞান ও যোগ্যতার দ্বারা দুনিয়ার মানুষ উপকৃত হয় না এবং আল্লাহর দীনও তার মাধ্যমে সম্প্রসারিত হয় না। মোটকথা সরল, ভদ্র, মিশুক এবং বিনম্র ঈমানদার ব্যক্তি দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ খুব সহজে লাভ করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)