মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৫৯
আখলাক অধ্যায়
দয়া ও নম্রতার সুফল
১৫৯. হারেছা ইবনে ওয়াহব (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: কটুবাক ও রুক্ষ-স্বভাব ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। -আবু দাউদ
کتاب الاخلاق
عَنْ حَارِثَةَ ابْنِ وَهْبٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَا يَدْخُلُ الْجَنَّةَ الْجَوَّاظُ وَلَا الْجَعْظَرِيُّ » (رواه ابو داؤد)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে কখনো কখনো কোন মন্দকাজ অথবা খারাপ অভ্যাসের নিন্দাবাদ করতে গিয়ে এবং মানুষকে এ থেকে বাঁচানোর জন্য এ ধরনের বর্ণনাভঙ্গীও অবলম্বন করা হয় যে, "এ কর্ম অথবা অভ্যাসে লিপ্ত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।" আর এর দ্বারা উদ্দেশ্য কেবল এ হয় যে, এ কর্ম অথবা অভ্যাসটি ঈমানের মর্যাদার পরিপন্থী এবং এটা জান্নাতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী। তাই জান্নাতের প্রত্যাশী প্রতিটি ঈমানদারকে অত্যন্ত সতর্কতার সাথে এ কাজ ও অভ্যাস থেকে বিরত থাকতে হবে।

হারেছা ইবনে ওয়াহবের এ হাদীসের উদ্দেশ্যও এটাই যে, কটুবাক ও রুক্ষ-স্বভাব হওয়া ঈমানের পরিপন্থী একটি ঘৃণিত স্বভাব, যা জান্নাতের পথে অন্তরায় সৃষ্টিকারী এবং যা কোন মুসলমানের মধ্যে থাকা উচিত নয়। এ ঘৃণিত ও অপবিত্র স্বভাবের লোকেরা খাঁটি মু'মিনদের মত হতে পারবে না এবং তাদের সাথে জান্নাতে যেতে পারবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান