মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৫৭
আখলাক অধ্যায়
কল্যাণের উদ্দেশ্যে আল্লাহ রিফক দেন
১৫৭. আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: কোন গৃহের লোকজনের কল্যাণ করার উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাদেরকে রিফক দান করার ইচ্ছা করেন না এবং তাদের ক্ষতি করা ছাড়া তাদেরকে রিফক থেকে বঞ্চিত করেন না। (বায়হাকীঃ শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا يُرِيدُ اللهُ بِأَهْلِ بَيْتٍ رِفْقًا إِلَّا نَفَعَهُمْ ، وَلَا يَحْرِمُهُمْ إِيَّاهُ إِلَّا ضَرَّهُمْ " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ যে ঘরের বাসিন্দাদেরকে রিফকের গুণ দান করেন, সে ঘরের লোকজন তাদের নিজেদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং জনগণের প্রচুর কল্যাণ করেন। রিফকের গুণে তারা ভূষিত হওয়ার কারণে মানুষ তাদের দ্বারা উপকৃত হয় এবং তারাও মানুষের দ্বারা উপকৃত হন। যে ঘরের এবং সমাজের লোকজন রিফকের গুণের অধিকারী হন, সে ঘর ও সমাজে প্রেম-প্রীতি ও হৃদ্যতার সৃষ্টি হয়। রিফকের অধিকারিগণ মানুষের প্রতি নম্র ও দয়ালু হওয়ার কারণে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকেন। তাদের প্রতি দয়া ও নম্রতা প্রদর্শন করেন এবং তাদের সমস্যা সমাধান করে দেন। রিফক থেকে বঞ্চিত করার অর্থ এ নয় যে, আল্লাহ তাদেরকে দয়া ও নম্রতা প্রদর্শন করার ক্ষমতা দেননি। আল্লাহ প্রত্যেক বান্দার অন্তরে প্রেম-প্রীতি, ক্ষমা, দয়া ও মহানুভবতার উপাদান দিয়েছেন। যে জ্ঞানী ও সৌভাগ্যবান, সে মহৎ গুণাবলীর উৎকর্ষ সাধন করে এবং মন্দ গুণ পরিহার করে। যে বদ-কিসমত, সে মহৎ গুণাবলী ত্যাগ করে এবং মন্দ গুণ অর্জন করে। রিফকের সৌভাগ্য থেকে যে গৃহ বঞ্চিত, সে গৃহ প্রেম-প্রীতি এবং হৃদ্যতা থেকে বঞ্চিত। রিফক থেকে বঞ্চিত ব্যক্তিগণ মানুষের প্রতি নম্র ও দয়ালু না হওয়ার কারণে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট থাকেন। আল্লাহ যাদের উপর অসন্তুষ্ট, তারা দুনিয়া ও আখিরাতে সমূহ বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নবী করীম ﷺ অপর হাদীসে রিফককে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য হিসেবে আখ্যায়িত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান