মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৫৬
আখলাক অধ্যায়
দয়াশীল ও নম্র ব্যক্তি সৌভাগ্যবান
১৫৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল ﷺ বলেছেন: যাকে দয়া ও নম্রতার সৌভাগ্য দান করা হয়েছে, তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে অংশ দান করা হয়েছে। যে দয়া ও নম্রতার সৌভাগ্য থেকে বঞ্চিত, সে তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত। (শরহুসসুন্নাহ)
کتاب الاخلاق
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أُعْطِيَ حَظَّهُ مِنَ الرِّفْقِ أُعْطِيَ حَظَّهُ مِن خَيْرِالدُّنْيَا وَالْآخِرَةِ ، وَمَنْ حُرِمَ حَظَّهُ مِنَ الرِّفْقِ حُرِمَ حَظَّهُ مِن خَيْرِالدُّنْيَا وَالْآخِرَةِ . (رواه البغوى فى شرح السنة)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে ব্যবহৃত রিফক শব্দের অর্থ ব্যাপক। শুধুমাত্র 'দয়া' বা 'নম্রতা' কিংবা নরম মেযাজ দ্বারা অর্থ প্রকাশ করা যায় না। তবু রিফকের অর্থ দয়া ও নম্রতা করা হয়েছে। রিফক দুনিয়া ও আখিরাতের তামাম মঙ্গলের উৎস। যে রিফকের অধিকারী, সে আল্লাহ ও তাঁর বান্দার মহব্বতের পাত্র। যে রিফক থেকে বঞ্চিত হয়েছে, সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ ও তাঁর বান্দাগণ তাকে অপসন্দ করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান