মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৫৫
আখলাক অধ্যায়
দয়া ও নম্রতা থেকে বঞ্চিত ব্যক্তি কল্যাণ থেকে বঞ্চিত
১৫৫. হযরত জারীর (রা) থেকে বর্ণিত, তিনি নবী ﷺ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ যে দয়া ও নম্রতার গুণ থেকে বঞ্চিত, সে কল্যাণ থেকে বঞ্চিত। (মুসলিম)
کتاب الاخلاق
عَنْ جَرِيرٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : « مَنْ يُحْرَمِ الرِّفْقَ ، يُحْرَمِ الْخَيْرَ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
দয়া ও নম্রতা আল্লাহর বিশেষ দান। তিনি যে বান্দাকে দয়া ও নম্রতার গুণ দান করেন, সে দুনিয়া ও আখিরাতে কামিয়াব। যে ব্যক্তি দয়া ও নম্রতার গুণ থেকে বঞ্চিত, সে দুনিয়া ও আখিরাতের মঙ্গল থেকে বঞ্চিত। যে মানুষের প্রতি বিনম্র ও দয়ালু নয়, সে আল্লাহ ও তাঁর বান্দাদের মহব্বত থেকে বঞ্চিত। দুনিয়ার যিন্দেগীতে এ ধরনের বান্দা ধন-দৌলত ও প্রভাব-প্রতিপত্তির অধিকারী হলেও প্রকৃত সুখ-শান্তি ও কল্যাণের অধিকারী হতে পারে না। চরম অশান্তির মধ্যে তার দিন অতিবাহিত হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)