মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৫৪
আখলাক অধ্যায়
নম্রতা ও কঠোরতা
রাসূলুল্লাহ ﷺ নৈতিক চরিত্রের ক্ষেত্রে যে বিষয়গুলোর উপর সবিশেষ জোর দিয়েছেন এবং তাঁর নৈতিক শিক্ষায় যেগুলো বিশেষ গুরুত্ব লাভ করেছে, এগুলোর মধ্যে একটি বিষয় এও যে, মানুষ যেন সকলের সাথে নম্র ও ভদ্র আচরণ করে এবং কঠোরতা ও কর্কশতা পরিহার করে চলে। এ ধারার কয়েকটি হাদীস এখানে পাঠ করে নিন।
দয়া ও নম্রতার সুফল
রাসূলুল্লাহ ﷺ নৈতিক চরিত্রের ক্ষেত্রে যে বিষয়গুলোর উপর সবিশেষ জোর দিয়েছেন এবং তাঁর নৈতিক শিক্ষায় যেগুলো বিশেষ গুরুত্ব লাভ করেছে, এগুলোর মধ্যে একটি বিষয় এও যে, মানুষ যেন সকলের সাথে নম্র ও ভদ্র আচরণ করে এবং কঠোরতা ও কর্কশতা পরিহার করে চলে। এ ধারার কয়েকটি হাদীস এখানে পাঠ করে নিন।
দয়া ও নম্রতার সুফল
১৫৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ বলেছেনঃ আল্লাহ তা'আলা দয়ালু এবং দয়া ভালবাসেন। তিনি দয়া ও নম্রতার জন্য যা দান করেন, তা কঠোরতার জন্য দান করেন না এবং (এমনকি) যা দয়া ও নম্রতার জন্য দান করেন, তা অন্য কোন কিছুতে দান করেন না। (মুসলিম)
کتاب الاخلاق
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ اللهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ ، وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ ، وَمَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ " (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ রাব্বুল আলামীন দয়ালু। তিনি রহমান রহীম। রিফক (দয়া), রহম-করম তাঁর গুণ। মা তার সন্তানকে যত ভালবাসে, তার চেয়ে তিনি বেশি ভালবাসেন তাঁর মাখলুককে। কারণ তিনিই তামাম প্রাণীর বুকে ভালবাসা সৃষ্টি করেছেন এবং এজন্য তাঁর চেয়ে বেশি ভালবাসার গুণ কেউ পেতে পারে না।
কোন সন্তানের প্রতি দয়া প্রদর্শন করলে তার পিতামাতা দয়া প্রদর্শনকারীর প্রতি যতটুকু খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ তা'আলা তাঁর বান্দার প্রতি অন্য বান্দার দয়া প্রদর্শনের জন্যে। তিনি কঠোরতা অপসন্দ করেন এবং যে বান্দা কঠোরতার দ্বারা উদ্দেশ্য সফল করতে চায়, তিনি তাকেও অপসন্দ করেন। তিনি দয়ালু, তাই তিনি কঠোর এবং নিষ্ঠুর বান্দাকে তাঁর নিআমত থেকে দুনিয়ার যিন্দেগীতে বঞ্চিত করেন না। কিন্তু বিনম্র ও দয়ালু বান্দাকে তিনি যা দান করেন তা তিনি নির্দোষ বান্দাকে দান করেন না। তিনি দয়ালু বান্দার প্রতি বিশেষ আচরণ করেন, তার সমস্যার সমাধান করেন, মানুষের অন্তরে তাঁর জন্য স্নেহ-ভালবাসার সৃষ্টি করেন। তিনি আখিরাতের যিন্দেগীতেও তাকে বিপদ থেকে রক্ষা করবেন এবং তার প্রতি মহব্বত ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন।
কোন সন্তানের প্রতি দয়া প্রদর্শন করলে তার পিতামাতা দয়া প্রদর্শনকারীর প্রতি যতটুকু খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ তা'আলা তাঁর বান্দার প্রতি অন্য বান্দার দয়া প্রদর্শনের জন্যে। তিনি কঠোরতা অপসন্দ করেন এবং যে বান্দা কঠোরতার দ্বারা উদ্দেশ্য সফল করতে চায়, তিনি তাকেও অপসন্দ করেন। তিনি দয়ালু, তাই তিনি কঠোর এবং নিষ্ঠুর বান্দাকে তাঁর নিআমত থেকে দুনিয়ার যিন্দেগীতে বঞ্চিত করেন না। কিন্তু বিনম্র ও দয়ালু বান্দাকে তিনি যা দান করেন তা তিনি নির্দোষ বান্দাকে দান করেন না। তিনি দয়ালু বান্দার প্রতি বিশেষ আচরণ করেন, তার সমস্যার সমাধান করেন, মানুষের অন্তরে তাঁর জন্য স্নেহ-ভালবাসার সৃষ্টি করেন। তিনি আখিরাতের যিন্দেগীতেও তাকে বিপদ থেকে রক্ষা করবেন এবং তার প্রতি মহব্বত ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)