মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৪৯
আখলাক অধ্যায়
কারো ত্রুটি অনুসন্ধান করলে আল্লাহ তার ত্রুটি অনুসন্ধান করবেন
১৪৯. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল ﷺ মিম্বারে আরোহণ করলেন এবং উচ্চস্বরে বললেনঃ হে জনগণ! তোমাদের যারা মুখে মুখে ইসলাম কবুল করেছ কিন্তু অন্তরে ইসলাম (এখনো পুরোপুরি) প্রবেশ করেনি, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তাদের নিন্দা করো না এবং তাদের দোষ-ত্রুটি অনুসন্ধান করো না। কেননা যে তার মুসলিম ভাইয়ের ত্রুটি অনুসন্ধান করবে, আল্লাহ তার ত্রুটি অনুসন্ধান করবেন এবং আল্লাহ যার ত্রুটি অনুসন্ধান করবেন তাকে তিনি অপমানিত করবেন, এমনকি সে তার নিজের ঘরের মধ্যে থাকলেও। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنِ ابْنِ عُمَرَ قَالَ : صَعِدَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِنْبَرَ فَنَادَى بِصَوْتٍ رَفِيعٍ ، يَا مَعْشَرَ مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ وَلَمْ يُفْضِى الإِيمَانُ إِلَى قَلْبِهِ ، لاَ تُؤْذُوا الْمُسْلِمِينَ وَلاَ تُعَيِّرُوهُمْ وَلاَ تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ ، فَإِنَّهُ مَنْ يَتَبَّعَ عَوْرَةَ أَخِيهِ الْمُسْلِمِ يَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ ، وَمَنْ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِي جَوْفِ رَحْلِهِ . (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

মুসলিম ভাইকে কষ্ট দেয়া, তাদের নিন্দা করা এবং তাদের দোষত্রুটি অনুসন্ধান করা ঈমানদার ব্যক্তির জন্য শোভনীয় কাজ নয়। যাদের অন্তরে ঈমানের আলো প্রজ্জ্বলিত, তারা কখনো এ ধরনের অশোভনীয় এবং গর্হিত কাজ করতে পারে না। যদি কোন মুসলমান তার ভাইয়ের বিরুদ্ধে এ ধরনের জঘন্য কাজে লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে, সে মুখে মুখে কালেমা উচ্চারণ করলেও তার অন্তরে ঈমানের নূর পৌঁছেনি। কোন বান্দার মনে আল্লাহর ভয়-ভীতি থাকলে সে কখনো অন্যের ছিদ্র অনুসন্ধান করতে পারে না। কারণ যে তার ভাইয়ের সম্মান বিনষ্ট করবে, তার দোষ-ত্রুটি অনুসন্ধান করবে, আল্লাহ তার দোষ-ত্রুটি অনুসন্ধান করবেন এবং তাকে অপমানিত ও লজ্জিত করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান