মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৪৫
আখলাক অধ্যায়
আল্লাহ তাঁর মহব্বতকৃত বান্দার জন্য কি করেন
১৪৫. হযরত নুমান ইবন বশীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: পারস্পরিক দয়া প্রদর্শন, পারস্পরিক মহব্বত এবং পারস্পরিক হৃদ্যতার ব্যাপারে মু'মিনদেরকে এক শরীরের ন্যায় দেখবে যখন শরীরের কোন অংশে কোন কষ্ট হয় তখন তামাম শরীর ব্যথা-বেদনা এবং জ্বরাক্রান্ত হয়। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " تَرَى الْمُؤْمِنِينَ فِي تَرَاحُمِهِمْ ، وَتَوَادِّهِمْ ، وَتَعَاطُفِهِمْ كَمَثَلِ الْجَسَدِ إِذَا اشْتَكَى عُضْواً تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ তা'আলা ঈমানের সুদৃঢ় রশির দ্বারা মুসলমানদেরকে একে অন্যের সাথে বেধে দিয়েছেন। ঈমানের বন্ধন এত সুদৃঢ় ও মযবুত যে, এক মু'মিন আনন্দিত হলে অন্য মু'মিন আনন্দিত হন, এক মু'মিন ব্যথিত হলে অন্য মুমিন অনুরূপ ব্যথিত হন। বস্তুত মুসলমানগণ এক শরীর সদৃশ। শরীরের এক অংশে সামান্য ব্যথায় আক্রান্ত হলে যেমন গোটা শরীর ব্যথায় আক্রান্ত হয়, সেরূপ একজন মুমিন বিপদগ্রস্ত হলে সারা মুসলিম সমাজ তার জন্য ব্যথিত ও চিন্তিত হওয়া উচিত। সুদূর চীন বা রাশিয়ায় মুসলমানদের উপর কোন বিপদ উপস্থিত হলে ইউরোপ এবং আমেরিকার মুসলমানদের মনে বিপদগ্রস্ত ভাইয়ের জন্য সহানুভূতি সৃষ্টি হওয়া উচিত, তাদের আবরু-ইযযতের হিফাযতের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং বিপদ দূর না হওয়া পর্যন্ত এরূপ অস্থিরতা প্রদর্শন করা দরকার যেরূপ নিজের অসুখ এবং বিপদের সময় করা হয়। এই হৃদ্যতা ও মহব্বত মুসলমানদের ঈমান, আবরু-ইযযত এবং স্বাধীনতা সংরক্ষণের এক যামানত বিশেষ। যতক্ষণ মুসলমানগণ এ দায়িত্ব পালন করবে, ততক্ষণ মুসলিম সমাজ ঐক্যবদ্ধ থাকবে এবং বহিঃশত্রু মুসলমানদের কোন লোকসান করতে পারবে না। যখন এবং যে মুহূর্তে মুসলমানদের অন্তর থেকে পারস্পরিক ভালবাসা ও প্রেম-প্রীতি দূর হবে, তখন এবং সে মুহূর্ত থেকেই মুসলমানদের পতন এবং অবমাননা শুরু হবে। যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে মুসলিম ভাইয়ের জন্য এরূপ প্রেম-প্রীতি বা ভালবাসা সঞ্চার করতে ব্যর্থ হয়, সে ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারেনি এবং ঈমানী কর্তব্যে অবহেলার কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান