মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৪৪
আখলাক অধ্যায়
মুসলমানদের সবচেয়ে বড় খুশির সংবাদ
১৪৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল ﷺ! কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ ﷺ বললেনঃ তোমার ধ্বংস! তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ? সে বলল, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি এবং এছাড়া আমি কোন প্রস্তুতি গ্রহণ করিনি। তিনি বললেন: তুমি তাঁর সাথে যাকে তুমি ভালবাস। আনাস (রা) বলেন, ইসলামে দাখিল হওয়ার পর মুসলমানদেরকে অন্য কোন জিনিসে এ সংবাদের চেয়ে বেশি খুশি হতে দেখিনি। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا قَالَ يَارَسُولَ اللهِ مَتَى السَّاعَةُ؟ قَالَ : « وَمَاذَا أَعْدَدْتَ لَهَا » . قَالَ مَا اَعْدَدْتُ لَهَا ، إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ : « أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ اَنَسٌ فَمَا رَاَيْتُ الْمُسْلِمِيْنَ فَرِحُوْا بِشَيْئٍ بَعْدَ اِسْلَامِهِمْ فَرِحَهُمْ بِهَا » . (رو اه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

অবশ্য আল্লাহ ও তাঁর রাসুলের মহব্বত বিশ্বাসীদেরকে কিয়ামতের দিন দুশ্চিন্তা এবং অমঙ্গল থেকে রক্ষা করবে। শুধু মৌখিক ভালবাসার দাবিদারগণ এ সুসংবাদের আওতাভুক্ত হবে কিনা বলা মুশকিল। আল্লাহ ও তাঁর রাসুলের ভালবাসার বাস্তব প্রতিফলন নিজেদের যিন্দেগীতে ঘটাতে হবে। আল্লাহর রাসূল ﷺ-কে ভালবাসার অর্থ হল, তিনি যা ভালবেসেছেন, রাসূল ﷺ-এর প্রেমিককেও তা ভালবাসতে হবে। তিনি যাকে ভালবেসেছেন, তাকে ভালবাসতে হবে। তিনি যে কাজ করেছেন, সে কাজ করতে হবে। তিনি যা ত্যাগ করেছেন, তা ত্যাগ করতে হবে। তিনি ইবাদত-বন্দেগীর যে তরীকা দিয়েছেন, সে তরীকা মোতাবিক ইবাদত-বন্দেগী করতে হবে।
নবী করীম ﷺ -এর সাথে একত্রে থাকার অর্থ নয় যে, সাধারণ ব্যক্তির মর্যাদা তাঁর মর্যাদার অনুরূপ হবে। যেরূপ বাদশাহর দরবারে বাদশাহ এবং তার পারিষদের মর্যাদার মধ্যে পার্থক্য থাকে, সেরূপ কিয়ামতের দিন নবী করীম ﷺ এবং তাঁর সঙ্গে উপবেশনকারীদের মর্যাদার মধ্যে পার্থক্য থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান