মা'আরিফুল হাদীস
আখলাক অধ্যায়
হাদীস নং: ১৪৩
আখলাক অধ্যায়
হযরত আবু যর (রা) বললেন, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি
১৪৩. হযরত আবদুল্লাহ ইবন সামিত (রা), আবু যর (রা) থেকে বর্ণনা করেন, আবু যর (রা) বললেন, হে আল্লাহর রাসূল ﷺ! এক ব্যক্তি কিছু সংখ্যক লোককে ভালবাসে; কিন্তু তাদের ন্যায় আমল করার সামর্থ্য তার নেই। আল্লাহর রাসূল ﷺ বললেনঃ হে আবু যর! তুমি যাকে ভালবাস তুমি তার সাথে। আবু যর বললেন, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। নবী ﷺ বললেনঃ তুমি যাকে ভালবাস তুমি তার সাথে। বর্ণনাকারী বলেন, আবূ যর পুনর্বার বললেন এবং আল্লাহর রাসূল ﷺ পুনরায় একই জবাব দিলেন। (আবু দাউদ)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ، عَنْ أَبِي ذَرٍّ ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ : الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ ، وَلَا يَسْتَطِيعُ أَنْ يَعْمَلَ كَعَمَلِهِمْ ، قَالَ : « أَنْتَ يَا أَبَا ذَرٍّ مَعَ مَنْ أَحْبَبْتَ » ، قَالَ : فَإِنِّي أُحِبُّ اللَّهَ ، وَرَسُولَهُ ، قَالَ : « فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ » قَالَ : فَأَعَادَهَا ابوذر فَأَعَادَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
যারা আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-কে ভালবাসে, এই হাদীসে তাদেরকে বিরাট সুসংবাদ দান করা হয়েছে। যারা আল্লাহর মাহবুব বান্দাদেরকে ভালবাসে অথচ আমল ও আখলাকের দিক থেকে নিজেরা তাদের অনুরূপ নয়, আল্লাহ তাদের এ আমলের অপরিপূর্ণতা সত্ত্বেও কিয়ামতের দিন তাদেরকে নেক বান্দাদের অন্তর্গত করবেন। আল্লাহ ও তাঁর রাসুল ﷺ-এর প্রতি নেক বান্দাদের ভালবাসার অর্থ হল আল্লাহর দীনের পরিপূর্ণ আনুগত্য করা, রাসূল ﷺ-এর আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ হিসেবে গ্রহণ করা, আল্লাহর দীনকে জয়ী করার জন্য নবী করীম ﷺ ও সাহাবায়ে কিরামের পদাঙ্ক অনুসরণ করা এবং আল্লাহ ও তাঁর রাসুলের দুশমনদেরকে নিজের দুশমন জ্ঞান করা এবং তাদের বিরুদ্ধে সংগ্রাম করা। আমলের অপরিপূর্ণতার অর্থ পাপ এবং অবাধ্যতা নয়, বরং সলফে সালেহীন ও সাহাবায়ে কিরাম (রা) উপরে বর্ণিত কাজসমূহ সমাধা করার জন্য যে কুরবানী দিয়েছেন, যেরূপ সংগ্রাম করেছেন, সে মাপকাঠিতে সংগ্রাম করতে বা কুরবানী দিতে পরিপূর্ণভাবে সক্ষম না হওয়া। এ ব্যাপারে সামান্য ত্রুটি-বিচ্যুতি থাকলে আল্লাহ তা ক্ষমা করবেন এবং তাঁর এ ধরনের বান্দাদেরকে তাঁর মাহবুব বান্দাদের সাথে একত্রিত করবেন। কুরআন শরীফে এ সুসংবাদ এভাবে দান করা হয়েছে:
وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا
"যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তারা আম্বিয়া, সিদ্দিকীন, শুহাদা এবং সালেহীনের সাথে থাকবে-যাদেরকে আল্লাহ বিশেষভাবে পুরষ্কৃত করেছেন এবং সঙ্গী হিসেবে তারা খুবই উৎকৃষ্ট।"
(সূরা নিসা : ৬৯)
وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا
"যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তারা আম্বিয়া, সিদ্দিকীন, শুহাদা এবং সালেহীনের সাথে থাকবে-যাদেরকে আল্লাহ বিশেষভাবে পুরষ্কৃত করেছেন এবং সঙ্গী হিসেবে তারা খুবই উৎকৃষ্ট।"
(সূরা নিসা : ৬৯)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)