মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৪২
আখলাক অধ্যায়
ভালবাসা নৈকট্য ও ঘনিষ্ঠতার মাধ্যমে
১৪২. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী ﷺ-এর খিদমতে হাযির হয়ে বললঃ হে আল্লাহর রাসূল ﷺ! আপনি এক ব্যক্তি সম্পর্কে কি বলেন, যে কিছু সংখ্যক লোককে ভালবাসে অথচ তাদের সাথে মিলিত হতে পারেনি? আল্লাহর রাসূল ﷺ বললেনঃ যে ব্যক্তি যাকে ভালবাসে সে ব্যক্তি তার সাথে। (বুখারী ও মুসলিম)
کتاب الاخلاق
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللهِ كَيْفَ تَقُوْلُ فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمَّا يَلْحَقْ بِهِمْ؟ فَقَالَ « الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে বাহ্যত প্রশ্নকারী নবী করীম ﷺ-এর নিকট এ কথাই জানতে চেয়েছিল, এক ব্যক্তির কোন আল্লাহ-ভীরু লোক কিংবা দলের প্রতি ভালবাসা রয়েছে। কিন্তু আমলের দিক থেকে যে পিছনে রয়েছে। তার পরিণাম কি হবে? নবী করীম ﷺ তাকে জানিয়ে দিলেন, আমলের দিক থেকে পিছনে থাকা সত্ত্বেও তাদের প্রতি তার শ্রদ্ধা-ভালবাসার প্রেক্ষিতে হাশর-নশর তাদের সাথেই হবে। বস্তু যে ব্যক্তি আল্লাহর রাসুল এবং তাঁর সঙ্গী-সাথীদেরকে ভালবাসে, ভৌগোলিক দূরত্বে বা যামানার ব্যবধানের কারণে দূরে অবস্থান করলেও সে রাসুল ﷺ এবং তার সঙ্গী-সাথীদের সাথে শামিল বিবেচিত হবে এবং পরকালেও যে নবী করীম ﷺ-এর জামাআতে শামিল হওয়ার সৌভাগ্য লাভ করবে। অনুরূপভাবে যে ব্যক্তি শয়তান ও তার অনুচরদের ভালবাসে, সে তাদের থেকে দূরে অবস্থান করলেও তাদের জামাআতের এক ব্যক্তি হিসাবে বিবেচিত হবে এবং আখিরাতের যিন্দেগীতে তাদের সাথে তার হাশর হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান