মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১৪১
আখলাক অধ্যায়
আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদের সুসংবাদ
১৪১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল ﷺ বলেছেন: কিয়ামতের দিন আল্লাহ তা'আলা বলবেন, যারা আমার জালাল ও শ্রেষ্ঠত্বের খাতিরে পরস্পর ভালবাসত, তারা কোথায়? আজ আমার ছায়া ছাড়া কোন ছায়া নেই এবং আমি তাদেরকে আমার ছায়ার দ্বারা ছায়া দান করব। (মুসলিম)
کتاب الاخلاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ : « أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلَالِي ، الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর দীনের খাতিরে যারা দুনিয়ার যিন্দেগীতে পরস্পর ভালবাসতেন, তারা কিয়ামতের দিন যে সব নিয়ামত লাভ করবেন তার অন্যতম হল আল্লাহর আরশের ছায়া লাভ করা। কিয়ামতের দিন ময়দান ছায়াহীন ও উত্তপ্ত হবে। তাই আল্লাহর আরশের ছায়া যারা লাভ করবেন তারা যাবতীয় দুশ্চিন্তা এবং পেরেশানী থেকে মাহফুয থাকবেন। কিয়ামতের দিনের অমঙ্গল তাদের স্পর্শ করবে না। আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন, তাদের হিসাব সহজ করবেন। তারা জান্নাতে স্থান লাভ করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান