মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১২৮
আখলাক অধ্যায়
মানুষ মন্দ করলেও যুলম করবে না
১২৮. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসুল ﷺ বলেছেন: তোমরা সুযোগ সন্ধানী সেজে এ কথা বল না যে, মানুষ ভাল করলে আমরা ভাল করব এবং তারা যুলম করলে আমরাও যুলম করব, বরং তোমরা মনের মধ্যে এ দৃঢ়তা অবলম্বন কর যে, মানুষ ভাল করলে তোমরা ভাল করবে এবং তারা মন্দ করলে তোমরা যুলম করবে না। (তিরমিযী)
کتاب الاخلاق
عَنْ حُذَيْفَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ تَكُونُوا إِمَّعَةً ، تَقُولُونَ : إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا ، وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا ، وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ ، إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا ، وَإِنْ أَسَاءُوا فَلاَ تَظْلِمُوا . (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

যারা সুযোগ সন্ধানী, তারা নীতি ও আদর্শ বিবর্জিত। তাদের কোন স্থায়ী নীতিমালা ও কর্মধারা নেই। তারা সুযোগের জন্য ওঁৎপেতে থাকে এবং মওকা মোতাবিক কর্মপন্থা নির্ধারণ করে। তারা অন্যের পদাঙ্ক এবং কর্মপন্থা অনুসরণ করে বা অন্য লোক তাদের প্রতি ভাল আচরণ করলে তারাও অন্য লোকের প্রতি ভাল আচরণ করে এবং অন্য লোক তাদের প্রতি মন্দ আচরণ করলে তারাও অন্যের প্রতি মন্দ আচরণ করে। কিন্তু ঈমানদারদের যিন্দেগীর নকশা ভিন্নরূপ। ঈমানদার জীবনের সর্বাবস্থায় আল্লাহর সন্তষ্টিকে সর্বাধিক প্রিয় মনে করেন। ক্রোধ এবং অসন্তুষ্টি উভয় অবস্থায় আল্লাহর হুকুম মোতাবিক আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর বান্দাদের সাথে উত্তম আচরণ করেন। ঈমান কখনো মন্দকে মন্দের দ্বারা এবং যুলমকে যুলমের দ্বারা প্রতিরোধ করে না। ঈমানদার ব্যক্তি উত্তম আখলাকের অধিকারী। তাই শত্রুর সাথেও ইনসাফের আচরণ করেন বরং কোন সময় প্রতিশোধ গ্রহণ করলেও সীমালংঘন করেন না বরং বৈধ পন্থা অবলম্বন করেন এবং তাও যালিমকে হেয় করার জন্য নয়, তাকে সংশোধন করার মহান উদ্দেশ্যে করে থাকেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান